Aaron Finch

বিরাটে মুগ্ধ কেন, ফিঞ্চ

ফিঞ্চ বলছেন, ‍‘‍‘যখন অবসর নেবে তখন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে চিহ্নিত হবে বিরাট।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০৪:৩০
Share:

ফাইল চিত্র

ভারত অধিনায়ক বিরাট কোহালির ক্রিকেট-বিক্রমে মুগ্ধ তাঁর প্রতিপক্ষ দুই ক্রিকেট অধিনায়ক। নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট দলের নেতা অ্যারন ফিঞ্চ।

Advertisement

বিরাট সম্পর্কে উইলিয়ামসন বলছেন, ‍‘‍‘আমি ভাগ্যবান যে কোহালির বিপক্ষে ক্রিকেট খেলছি।’’ আর ফিঞ্চ বলছেন, ‍‘‍‘যখন অবসর নেবে তখন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে চিহ্নিত হবে বিরাট।’’ নিউজ়িল্যান্ড অধিনায়ক বলছেন, ‍‘‍‘অল্প বয়স থেকে বিরাটকে দেখছি। চোখের সামনে ওর ক্রিকেট উৎকর্ষের উন্নতি দেখলাম। আমরা দু’জনেই দু’জনের বিরুদ্ধে অনেক দিন ধরে খেলছি।’’

ভারত অধিনায়ককে নিয়ে মুগ্ধ ফিঞ্চ আবার তাঁর দেশের স্টিভ স্মিথের সঙ্গে বিরাটের তুলনা করে বলছেন, ‍‘‍‘টেস্টে দেশে ও দেশের বাইরে বিরাট ও স্মিথ দু’জনের রেকর্ডই দুর্দান্ত। তবে টেস্টে স্মিথ সামান্য এগিয়ে বিরাটের থেকে।’’ যোগ করেন, ‍‘‍‘বিরাটের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে খেলাটা খুব কঠিন, আবার এই লড়াইটা খুব সুন্দরও। বিরাট, রোহিত (শর্মা), উইলিয়ামসনেরা যখন সেরা খেলাটা খেলে, তখন দেখতেও খুব ভাল লাগে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন