ধোনি-মন্ত্রে সফল কেদার

‘‘আমি ধোনির চোখ দেখে বুঝে যাই, ও আমার থেকে কী ধরনের বল চাইছে। সেই মতো বল করার চেষ্টা করি,’’ বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে গেমচে়ঞ্জার বোলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০৪:১৪
Share:

ছবি: সংগৃহীত।

তাঁকে হঠাৎ বল করতে ডাকার পিছনে যে মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শ ছিল, তা আগেই স্বীকার করে নিয়েছিলেন বিরাট কোহালি। এখন কেদার যাদব নিজেই বলছেন, তিনি ধোনির পরামর্শ পেয়ে কতটা উপকৃত। কেদার বলছিলেন, ‘‘আমি ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই যখনই সম্ভব ধোনির পরামর্শ নিয়েছি। ওর এত অভিজ্ঞতা, এত জ্ঞান। যতটা পেরেছি শেখার চেষ্টা করেছি।’’

Advertisement

এখানেই শেষ নয়। কেদার আরও বলেছেন, তাঁর সঙ্গে ধোনির রসায়ন কতটা সাহায্য করছে তাঁকে। ‘‘আমি ধোনির চোখ দেখে বুঝে যাই, ও আমার থেকে কী ধরনের বল চাইছে। সেই মতো বল করার চেষ্টা করি,’’ বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে গেমচে়ঞ্জার বোলার। যিনি বাংলাদেশের সেট হয়ে যাওয়া তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে পর পর দুই বলে ফিরিয়ে দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। যা নিয়ে বিরাট কোহালি ম্যাচের পরে বলেছেন, ‘‘হ্যাঁ, কেদারকে বল করানোর ফাটকাটা খেটে যায়। তবে তার জন্য আমি পুরো কৃতিত্ব নেব না। ধোনি আমাকে পরামর্শ দিয়েছিল। আমি এমএস-কে জিজ্ঞেস করেছিলাম। এবং এমএস-ও আমাকে কেদারকে দিয়ে বল করানোর পরামর্শ দেয়।’’

কেদার খুব বুদ্ধিদীপ্ত ক্রিকেটার সেটা জানিয়ে বিরাট বলছেন, ‘‘নেটে অত বেশি বল করে না কেদার। কিন্তু ও খুব বুদ্ধিমান ক্রিকেটার। ও জানে কোথায় বল করলে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলা যায়। যদি তুমি ব্যাটম্যান হিসেবে ভাবতে পারো বোলিং করার সময় তা হলে কাজটা আরও সহজ হয়ে যায়।’’ অধিনায়কের সঙ্গে একমত কেদার বলছেন, ‘‘আমি অনুমান করার চেষ্টা করি ব্যাটসম্যান কোন দিকে শটটা খেলতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা সেই সমস্ত দিনের মধ্যে ছিল যখন আমার প্ল্যানটা সফল হয়েছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘বাংলাদেশ ম্যাচের আগেও আমি ওয়ান ড-তে উইকেট তুলেছি। যাদের মধ্যে অর্ধেক ভাল ব্যাটসম্যান।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন