পুলিশ পাহারায় খালিদের মহড়া

ডুডু ওমেগবেমি, ইউসা কাতসুমিদের অনুশীলন করান খালিদ-ই। এবং পুরো সময়টাই লাল-হলুদ তাঁবুর বাইরে দাঁড়িয়ে ছিল পুলিশের ভ্যান। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:১৯
Share:

চাপে: ফর্মে নেই দল। কোচ খালিদের পরীক্ষা। ফাইল চিত্র

মরসুমে প্রথম বার বিক্ষোভের ভয়ে খালিদ জামিলকে অনুশীলন করাতে হল পুলিশের ঘেরাটোপে!

Advertisement

পারিবারিক একটি অনুষ্ঠানে আটকে যাওয়ায় ম্যানেজার এবং পরামর্শদাতা মনোরঞ্জন ভট্টাচার্য বুধবারের অনুশীলনে ছিলেন না। ডুডু ওমেগবেমি, ইউসা কাতসুমিদের অনুশীলন করান খালিদ-ই। এবং পুরো সময়টাই লাল-হলুদ তাঁবুর বাইরে দাঁড়িয়ে ছিল পুলিশের ভ্যান।

মিনার্ভা পঞ্জাবের কাছে বারাসতে ড্র করার পর খেতাবের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ম্যাচের পর তারই জেরে বিক্ষোভে উত্তাল হয় বারাসত স্টেডিয়াম। মিনার্ভা ম্যাচের পর সদস্য-সমর্থকদের মারমুখী আচরণ দেখে সহকারী কিপার কোচ আব্দুল সিদ্দিকির বাইকে চেপে মাঠ থেকে বেরোতে গিয়েও খালিদ ফিরে এসেছিলেন ড্রেসিংরুমে। প্রায় দু’ঘন্টা পর পরিস্থিতি শান্ত হলে বাড়ি ফেরেন সিদ্দিকির সঙ্গে।

Advertisement

আই লিগের ডার্বি ম্যাচে হারের পর বিক্ষোভ হয়েছিল ক্লাব তাঁবুতে। পুরো পরিস্থিতি আন্দাজ করে পুলিশ দেওয়া হয়েছিল তাঁবুতে। কিন্তু কোনও বিক্ষোভ হয়নি। হতাশ সমর্থকরা মাঠেই আসেননি। আল আমনা ছাড়া পুরো টিমই অনুশীলন করে এ দিন। রবিবারই লুইস নর্টন দ্য মাতোসের টিমের সঙ্গে খেলা রয়েছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে আমনা অবশ্য নেই। লুধিয়ানায় মিনার্ভার বিরুদ্ধে ফিরতি ম্যাচে সিরিয়ার মিডিও খেলবেন বলে খবর।

আজ বৃহস্পতিবার অনুশীলন নেই লাল-হলুদে। শুক্রবার থেকে ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচের প্রস্তুতি শুরু করছেন খালিদ। কাজ শুরু করে দিচ্ছেন মনোরঞ্জনও। খালিদের অভিভাবক হয়ে কী কাজ করবেন লাল-হলুদের ঘরের ছেলে? মনোরঞ্জন বললেন, ‘‘মূলত রক্ষণ সংগঠন এবং টিমের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করব। মিনার্ভা ম্যাচে মাঠে নামার আগে, বিরতিতে কিছু কথা বলেছিলাম। ২-০ থেকে তো ২-২ হয়েছে।’’ তবে আই লিগ দেওয়া কোচ জানিয়ে দেন, খালিদ নিজে থেকে পরামর্শ না চাইলে টিম নিয়ে কোনও মতামত দেবেন না। ‘‘আমি তো চিফ কোচ নই। ম্যানেজার। এই পদে থেকে টিমে হস্তক্ষেপ করা ঠিক নয়।’’

ময়দান জুড়ে তীব্র গুজব যে, রবিবারের ম্যাচে কোনও অঘটন ঘটলে নিজেই সরে যেতে পারেন খালিদ। ক্লাব কর্তারা অবশ্য এটা বিশ্বাস করছেন না। এক কর্তা বললেন, ‘‘খালিদ কোচের পদ ছেড়ে যাবে এটা বিশ্বাস করি না। তবে আই লিগের পর সুপার কাপে ও থাকবে কি না সেটা বলা কঠিন।’’ এমনিতে খালিদের ব্যবহারে ক্লাব কর্মী থেকে সাপোর্ট স্টাফের একটা বড় অংশ প্রচণ্ড ক্ষুব্ধ। কর্তারা প্রকাশ্যেই বলছেন, ‘‘এখন কোচ সরিয়ে তো আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না। খালিদ চাইলে থাকুক।’’

এ দিকে শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার শিলং যাচ্ছে মোহনবাগান। বহু দিন পর টিমের সঙ্গে যাচ্ছেন চোট সারিয়ে ফেরা জাপানি মিডিও ইউতা কিনওয়াকি। যাচ্ছেন নতুন আসা বিদেশি নেপালের বিমল মগরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন