মেঘে ঢাকা কেকেআর

শনিবার তো বটেই, বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রভাবে‌ রবিবারও শহরে বৃষ্টির পূর্বাভাস আছে। সেটা গোটা দিন চললে ইডেনে কেকেআরের শেষ ম্যাচ নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০৩:৫৪
Share:

শুক্রবারের ইডেন। -শঙ্কর নাগ দাস

আবহাওয়া আপডেট

Advertisement

শনিবার তো বটেই, বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রভাবে‌ রবিবারও শহরে বৃষ্টির পূর্বাভাস আছে। সেটা গোটা দিন চললে ইডেনে কেকেআরের শেষ ম্যাচ নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Advertisement

খেলা না হলে কেকেআরের কী হবে

নিজেদের হাতে আর কিছু থাকবে না। অন্য দলের উপর নির্ভর করে থাকতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে গুজরাত লায়ন্সের খেলা শনিবার। যদি মুম্বই হারে, তা হলে শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও প্লে-অফে চলে যাবে নাইটরা। কিন্তু মুম্বই জিতলে আর ইডেন ম্যাচ না হলে কেকেআরের আশা কার্যত শেষ। গম্ভীরদের সুবিধে, তাঁরা মুম্বই কী করল-না করল আগেভাগে জেনে যাচ্ছেন।

পিচ রিপোর্ট

পিচে রোল করা যাচ্ছে না। ঘাস কাটা যাচ্ছে না। কারণ কভার তোলাই সম্ভব হচ্ছে না। শোনা যাচ্ছে, পিচ শুকোতে না পারায় নাকি নরম হয়ে রয়েছে। সিএবি কর্তারা মাঝেমধ্যে ব্লোয়ার চালাচ্ছেন। কিন্তু তাতে খুব বেশি উন্নতি হচ্ছে না। বলা হচ্ছে, রবিবার যদি সকাল থেকে ভাল রোদ না ওঠে, ম্যাচ-পিচ থেকে দারুণ কিছু আশা না করাই ভাল। কারণ পিচে হাত দেওয়াই সম্ভব হচ্ছে না এখন।

সৌরভ কী বলছেন

শুক্রবার ক্লাবহাউস ছেড়ে বেরনোর সময় সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়, এ রকম বৃষ্টি চললে রবিবারের ম্যাচের কী হবে? জবাবে সৌরভ বলেন, ‘‘বৃষ্টি চললে আর কী করার থাকতে পারে? সেটা হলে তো আর ম্যাচ করা সম্ভব নয়।’’ আবার ইডেনে উপস্থিত বোর্ডের পূর্বাঞ্চল কিউরেটর আশিস ভৌমিকের কথায়, ‘‘ম্যাচ শুরুর দু’ঘণ্টা আগেও যদি বৃষ্টি থামে, তা হলেও ম্যাচ করিয়ে দেব।’’

রাসেল এখন

যুদ্ধের আটচল্লিশ ঘণ্টা আগেও ক্যারিবিয়ান অলরাউন্ডার অনিশ্চিত। শনিবার তাঁর ফিটনেস পরীক্ষা হবে বলে খবর। তার পর বোঝা যাবে রবিবার ম্যাচ হলে তিনি খেলতে পারবেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন