লিনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত শাহরুখের টুইট

এক বছর পরে আবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে ফিরেছেন লিন। সে রকম ভয়ঙ্কর আগ্রাসী ব্যাটিং না করলেও মোটামুটি রান করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৮ ০৫:০৬
Share:

আরসিবি-র বিরুদ্ধে অনবদ্য ইনিংস লিনের।

এক বছর আগের আইপিএলে একটা শব্দ চালু হয়েও থেমে গিয়েছিল। ‘লিনস্যানিটি’। ক্রিস লিনের মারকুটে ব্যাটিংকে বোঝাতে যে শব্দ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু লিনের সেই ‘উন্মাদনা’কে অচিরেই থামিয়ে দেয় চোট।

Advertisement

এক বছর পরে আবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে ফিরেছেন লিন। সে রকম ভয়ঙ্কর আগ্রাসী ব্যাটিং না করলেও মোটামুটি রান করছেন। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন। আরসিবি-কে হারানোর পরে লিনের সাক্ষাৎকার নিতে বসেন রবিন উথাপ্পা। আইপিএলের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিয়োয় লিন বলেছেন, ‘‘আমি যে ধরনের ইনিংস খেলি, সে রকম খেলতে পারিনি। তবে লড়াই করে রান পাওয়ার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পেরেছি বলে ভাল লাগছে। আত্মবিশ্বাসও বাড়ছে।’’

ভাল লেগেছে কেকেআরের মালিক শাহরখ খানেরও। বিরাট কোহালির দলকে হারানোর পরে শাহরুখ টুইট করেন, ‘দলগত প্রচেষ্টার ফল। লিনকে রান পেতে দেখে ভাল লাগল। অভিনন্দন দীনেশ, একই দল ধরে রেখেছ। রব্বি (উথাপ্পা), রাসেলও দুর্দান্ত।’

Advertisement

আরসিবিকে হারানোর পরে লিগ তালিকায় এখন চার নম্বরে কেকেআর। যে জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আন্দ্রে রাসেলও। এক ওভারে আরসিবি-র দুই উইকেট তুলে নিয়ে। রবিবার ছিল রাসেলের জন্মদিনও। হোটেলে ফিরে সতীর্থরা কেক মাখিয়ে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডারের মুখে।

সোমবার সন্ধ্যায় কলকাতায় ফেরেন কেকেআরের ক্রিকেটারেরা। বৃহস্পতিবার ইডেনে তাদের প্রতিদ্বন্দ্বী মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। যাদের দলেও ভাল স্পিনার রয়েছে। আরসিবির স্পিনারদের খেলা নিয়ে লিনের মন্তব্য, ‘‘কোহালিদের দলে বেশ কয়েক জন ভাল স্পিনার ছিল। তাই ওদের খেলার একটা রাস্তা আমাকে বার করতে হয়েছে। চিন্নাস্বামীতে সেটা কাজে দিয়েছে। এ বার কলকাতায় খেলা। নিজের খেলা সে ভাবে বদলে নিতে হবে।’’

এ বারের আইপিএলে শুরু থেকে লিন খেলতে পারবেন কি না, তা নিয়ে একটা প্রশ্ন ছিল। ঠিক সময় চোট সারিয়ে ফিরে এসেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। নাইট ইনিংস ওপেন করার দায়িত্বও পড়েছে তাঁর ওপর। বেশির ভাগ ম্যাচে লিনের সঙ্গে ওপেন করেছেন সুনীল নারাইন। যা নিয়ে লিন বলছেন, ‘‘আমাদের লক্ষ্য থাকে শুরু থেকেই ছন্দ পাওয়া। যার জন্য পাওয়ার প্লে-তে আমরা দ্রুত রান তুলতে চাই। আরসিবির বিরুদ্ধেও নারাইন একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে।’’ নারাইনের সঙ্গে ইনিংস ওপেন করার অভিজ্ঞতা নিয়ে লিন বলেন, ‘‘নারাইনের সঙ্গে ওপেন করাটা খুব উপভোগ করছি। ও বিশেষ কথা বলে না। তাই আমি ওকে ওর মতো খেলতে দিই। নারাইনের একটা সহজাত ক্ষমতা আছে বড় স্ট্রোক খেলার। ও খেলে দিলে আমরা বেশির ভাগ ক্ষেত্রেই জিতে যাই।’’

একই সঙ্গে লিনের মুখে শোনা যাচ্ছে দীনেশ কার্তিক এবং উথাপ্পার প্রশংসাও। ‘‘রব্বি এসেই স্পিনারদের দারুণ মারতে থাকে। ও চাপটা সরিয়ে দেয়। আরসিবির বিরুদ্ধে কার্তিকও ভাল খেলল। সাধারণত এক জন শুরু থেকে শেষ পর্যন্ত খেলে দিতে পারে না। তাই সবাই অবদান রাখলে চাপ কমে যায়,’’ বলছেন লিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন