‘দেখা হচ্ছে শীঘ্রই’, টুইটারে নাইট যোদ্ধাদের বার্তা শাহরুখের

কিং খানের এই টুইট থেকেই জল্পনা ছড়িয়েছে যে, শুক্রবার তিনি কলকাতায় আসতে পারেন কেকেআরের জন্য গলা ফাটাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ০৪:৩৮
Share:

আজ কি ফের ইডেন বক্সে নাইটদের হয়ে গলা ফাটাবেন কিং খান?

আজ, শুক্রবার দীনেশ কার্তিকরা যখন ইডেনে একাদশ আইপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন, তখন কলকাতা নাইট রাইডার্সের সেরা তারকাকে কি কর্পোরেট বক্সে দেখা যাবে? শাহরুখ খান টুইটারে যা ইঙ্গিত দিয়েছেন, তাতে উত্তরটা ‘হ্যাঁ’ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Advertisement

বুধবার রাতে কেকেআরের জয়ের পরে নিজের যে ভিডিয়ো টুইটারে পোস্ট করেন শাহরুখ, তাতে তিনি বলেন, ‘‘দুঃখিত ছেলেরা, আমি স্নান করছিলাম। শুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলাম। তাই ‘হাই’ বলতে পারিনি। তবে তোমাদের আমি খুব ভালবাসি। আমি ওখানে থাকব।’’

কিং খানের এই টুইট থেকেই জল্পনা ছড়িয়েছে যে, শুক্রবার তিনি কলকাতায় আসতে পারেন কেকেআরের জন্য গলা ফাটাতে। ক’দিন আগে তাঁকে ইডেন ছাড়তে হয়েছিল নাইটদের হার দেখে। সেই হারের পরে টুইটারেই শাহরুখ নাইট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এ বার ফের সেই টুইটারেই দলের ছেলেদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘দেখা হচ্ছে শীঘ্রই’। বৃহস্পতিবার সকালে ক্রিস লিনের উদ্দেশে একটি টুইট করেন শাহরুখ। যেখানে তিনি লেখেন, ‘তুমি খুব ভাল খেলেছ বন্ধু। টিম স্পিরিট তুঙ্গে রাখার জন্য ড্রেসিংরুমে হইচইটা করে যেও।’’

Advertisement

বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের হাতে ম্যাচের সেরার পুরস্কার তুলে দিতে দেখেও খুব খুশি শাহরুখ। লেখেন, ‘‘কার্তিক ও তার দলকে ধন্যবাদ আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তবে দাদাকে দিনের নায়কের সঙ্গে দেখে বেশ ভাল লেগেছে।’’

শুক্রবার ইডেনে নাইটদের মরণ-বাঁচন লড়াই দেখার আগ্রহ তুঙ্গে। টিকিটের চাহিদাও তেমনই। আর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যাতে কোনও বিতর্কের কালো দাগ না লাগে, সে জন্য বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কড়া প্রহড়ায় হচ্ছে ইডেনের ম্যাচ। দিল্লি থেকে চলে এসেছেন বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধান উপদেষ্টা নিরজ কুমারও। আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস করেছিলেন যে পুলিশ কর্তা, সেই নিরজ কুমার শুক্রবার সন্ধেয় ই়ডেন পরিদর্শনেও আসেন। বিশেষ করে তিনি ঘুরে দেখেন ড্রেসিংরুম থেকে ‘প্লেয়ার্স এরিয়া’। ম্যাচ চলাকালীন বা তার আগে-পরে ক্রিকেটারদের সঙ্গে যাতে কেউ যোগাযোগ করতে না পারে, সে দিকে নজর রাখবেন সাদা পোশাকের দুর্নীতি দমন অফিসাররা।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও ম্যাচের সময় বৃষ্টির আশঙ্কা তেমন নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন