জীবনের সেরা ফর্মে রাহুল, প্লে-অফের পথে ফের জয় পঞ্জাবের

রবিবার ইনদওরে কে এল রাহুলের দুর্দান্ত ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসই জিতিয়ে দিল আর অশ্বিনের দলকে। সাতটি চার ও তিনটি ছয় মেরে এই ইনিংস গড়েন রাহুল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০৪:১৪
Share:

রাজস্থান রয়্যালসকে ছ’উইকেটে হারিয়ে আইপিএল লিগ তালিকার তিন নম্বরে উঠে এল কিংস ইলেভেন পঞ্জাব। রবিবার ইনদওরে কে এল রাহুলের দুর্দান্ত ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসই জিতিয়ে দিল আর অশ্বিনের দলকে। সাতটি চার ও তিনটি ছয় মেরে এই ইনিংস গড়েন রাহুল। তবে পঞ্জাবের আর এক বিধ্বংসী ওপেনার ক্রিস গেল আট রানের বেশি করতে পারেননি। শেষ দিকে করুণ নায়ার (২৩ বলে ৩১) ও মার্কাস স্টোয়নিস (১৬ বলে ২৩) পঞ্জাবকে ১৫৩ রানের লক্ষ্যে পৌঁছে দেন। রবিবারের এই ম্যাচে অসাধারণ কিছু ক্যাচ দেখলেন দর্শকরা। ক্রিস গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফেরান রাহানেকে। বেন স্টোকসের ক্যাচও দারুণ ভাবে নেন মায়াঙ্ক অগ্রবাল-মনোজ তিওয়ারি। ক্যাচ ধরে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ার আগে মায়াঙ্ক বল ছুড়ে দেন মনোজের দিকে। যা ধরে নেন মনোজ। মিডউইকেটে লাফিয়ে উঠে অক্ষর পটেলের দুর্দান্ত ক্যাচ নেন ডার্সি শর্টও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement