ভারতীয় ক্রিকেটের রূপরেখা তৈরিতে আলোচনায় বিরাট-ধোনি

তিনি নেই। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু রবিবার ভারত শিবিরে হঠাৎই হাজির তিনি। হঠাৎ ঠিক নয়। পরিকল্পনা ছিলই। ২০১৬-১৭ মরসুমের রূপরেখা তৈরি করতে এদিন আলোচনায় বসেছিলেন বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, সিনিয়র দলের কোচ অনিল কুম্বলে ও ইন্ডিয়া জুনিয়র দলের কোচ রাহুল দ্রাবির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ২২:০১
Share:

তিনি নেই। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু রবিবার ভারত শিবিরে হঠাৎই হাজির তিনি। হঠাৎ ঠিক নয়। পরিকল্পনা ছিলই। ২০১৬-১৭ মরসুমের রূপরেখা তৈরি করতে এদিন আলোচনায় বসেছিলেন বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, সিনিয়র দলের কোচ অনিল কুম্বলে ও ইন্ডিয়া জুনিয়র দলের কোচ রাহুল দ্রাবির। এছাড়াও এই মিটিংয়ে উপস্থিত ছিলেন চিফ সিলেক্টর সন্দীপ পাটিল, এনসিএ ব্যাটিং কোচ এমভি শ্রীধর, ডব্লুভি রমন, স্পিন কোচ নরেন্দ্র হিরওয়ানি, জুনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান বেঙ্কটেশ প্রসাদ ও ফিজিও আন্ড্রু লিপাস।

Advertisement

যে মিটিংয়ের বিষয় বস্তু ছিল ডোমেস্টিক ক্রিকেট থেকে আন্তর্জাতিক ট্যুর। সঙ্গে ছিল ইনজুরি ম্যানেজমেন্ট, প্রথম এগারোর প্লেয়ার সঙ্গে বেঞ্চ স্ট্রেনথও দেখে নেওয়া। যেখানে সবাই একমত হন যে ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য সকলকে এক সঙ্গে মিলে কাজ করতে হবে। বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ টাকুর বলেন, ‘‘আমাদের পরিকল্পনা সব স্টেক হোল্ডারদের এক ছাতার নিচে নিয়ে আসা। আমরা যখন পরবর্তি মরসুমের পরিকল্পনা করছি তখন তাঁদের মতামতটাও গুরুত্বপূর্ণ। যার উপর দাঁড়িয়ে বিসিসিআই ভবিষ্যতের পরিকল্পনাও করতে পারবে। এরকম আলোচনা আমরা মাঝে মাঝেই করব যাতে ভারতীয় ক্রিকেটেরই উন্নতি হবে।’’

বোর্ড সচিব অজয় শির্কে বলেন, ‘‘সকলের থেকে গঠনমূলক উপদেশ চাই। যেটা আমরা কার্যকরী করতে পারব। সেটা দীর্ঘ সময়ের জন্য হতে পারে আবার স্বপ্ল সময়ের জন্যও হতে পারে।’’ মিটিং শেষে আশাবাদী কুম্বলে বলেন, ‘‘এটা খুব ভাল অভ্যেস। কারণ একজায়গায় বসে আমরা একটাই টার্গেট নিয়ে আলোচনা করছি। যেটা ভারতীয় ক্রিকেটকেই এগিয়ে যেতে সাহায্য করবে। এ জন্য সবাইকে একটা ইউনিট হয়ে কাজ করতে হবে। বিসিসিআইকে ধন্যবাদ জানাব এরকম একটা ভাবনা-চিন্তার জন্য।’’ এছাড়াও ধোনি, বিরাটরা তাঁদের মতামত জানায় এই মিটংয়ে। এভাবে সবাই এক সঙ্গে চললে ভারতীয় ক্রিকেটেরই উন্নতি হবে বলে মনে করছেন সকলেই।

Advertisement

আরও খবর

কুম্বলের অভিনব অনুশীলনে খুশি টিম ইন্ডিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন