ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট টিমের বিরুদ্ধে দু’দিনের ম্যাচের প্রথম দিন ভারত ২৫৮-৬। শিখর ধবন এবং লোকেশ রাহুল হাফসেঞ্চুরি করে ব্যাট করেননি। চেতেশ্বর পূজারা ৩৪ করে অবসর নেন। বিরাট কোহালি অবশ্য সুযোগ কাজে লাগাতে পারেননি। স্পিনার জোয়েলের বলে ক্যাচ তুলে আউট হন মাত্র ১৪ করে। অজিঙ্ক রাহানে করলেন ৫। পরে রোহিত শর্মা (৫৪ ন.আ.) এবং ঋদ্ধিমান সাহা (২২) ৪৭ রানের জুটি করেন।