প্রস্তুতি নিয়ে খুশি কোহালি

দলের তরুণ ব্যাটসম্যানদের প্রশংসা করে এ দিন বিরাট বলেন, ‘‘হার্দিক আর কেদার ব্যাটিং অর্ডারের পিছন দিকে আমাদের কাজে লাগবে।’’ হার্দিক মঙ্গলবার ৫৪ বলে ৮০ রান করেন। কেদার ৩১ ও শিখর ধবন ৬০ রান করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ০৩:৪৮
Share:

বিধ্বংসী: প্রস্তুতি ম্যাচে মারমুখী মেজাজে দীনেশ কার্তিক। বাংলাদেশকে ভারত হারাল ২৪০ রানে। ছবি: টুইটার।

চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরুর আগে দলের পারফরম্যান্সে খুশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি। মঙ্গলবার ৩২৪-৭ তুলে বাংলাদেশকে ৮৪ রানে অল আউট করে দেওয়ার পরে বিরাট বলেন, ‘‘প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা যা যা করতে চেয়েছিলাম, সবই করতে পেরেছি। ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররাও দুর্দান্ত বোলিং করেছে। এই দুই ম্যাচে সবদিকই ঝালিয়ে নিতে পেরেছি আমরা।’’ আকাশ মেঘে ঢাকলে ব্যাটসম্যানরা যে ক্রমশ সমস্যায় পড়ে যাচ্ছেন, তাও বিরাট জানিয়ে দিলেন এ দিন।

Advertisement

দলের তরুণ ব্যাটসম্যানদের প্রশংসা করে এ দিন বিরাট বলেন, ‘‘হার্দিক আর কেদার ব্যাটিং অর্ডারের পিছন দিকে আমাদের কাজে লাগবে।’’ হার্দিক মঙ্গলবার ৫৪ বলে ৮০ রান করেন। কেদার ৩১ ও শিখর ধবন ৬০ রান করেন। এ দিনের ম্যাচে যিনি ৯৪ রান করে অপরাজিত থেকে যান, সেই দীনেশ কার্তিকেরও প্রশংসা ছিল অধিনায়কের মুখে। বলেন, ‘‘দীনেশ অসাধারণ ব্যাটসম্যান। আমরা চাইছিলাম ও বেশিক্ষণ ক্রিজে থাকুক। আমাদের ফিল্ডিংও ভাল হয়েছে। ছেলেরা ভাল ক্যাচও নিয়েছে। সব দিকই দেখা হয়ে গিয়েছে।’’

এ দিকে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সঙ্গকারা বিরাটদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন দুরন্ত পেস বোলিংয়ের জন্য। তাঁর বক্তব্য, ‘‘ভারতের জোরে বোলারদের আগুনে মেজাজই ওদের ট্রফি জয়ের ব্যাপারে এগিয়ে রেখেছে। তা ছা়ড়া দলটা খুব ব্যালান্সড এবং শক্তিশালী। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার যে চারটে দল অংশ নিচ্ছে, তার মধ্যে ভারতই সেরা।’’

Advertisement

চার সেমিফাইনালিস্টও বেছে নিয়েছেন সঙ্গকারা। ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য বলেন, ‘‘আমার ধারণা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠবে।’’

আরও পড়ুন: বাংলাদেশকে হেলায় হারালেন কোহালিরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন