ভারত অধিনায়কের বন্দনায় ক্রিকেটবিশ্ব
Virat Kohli

এখনকার সেরা কোহালিই: ইয়ান

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এই মুহূর্তে কোহালির শতরানের সংখ্যা ৭০।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২০ ০৩:৩৭
Share:

“বিরাট বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটার”-ইয়ান চ্যাপেল

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে প্রশ্নাতীত ভাবেই এক নম্বর ক্রিকেটারের নাম বিরাট কোহালি। বলে দিলেন, প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, ধ্রুপদী শটের সঙ্গে দুরন্ত ফিটনেসই সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিরাটকে সেরার আসন দিয়েছে।

Advertisement

ইউটিউবে একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে হাজির হয়ে চ্যাপেল বলেন, ‍‘‍‘স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটদের নিয়ে সেরা ক্রিকেটারদের যে দলটা রয়েছে, তাতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহালিই সেরা। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ওর রেকর্ড অনবদ্য।’’

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এই মুহূর্তে কোহালির শতরানের সংখ্যা ৭০। রান ২০ হাজারের বেশি। তিন ধরনের ক্রিকেটেই গড় ৫০-এর উপরে। তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, অস্ট্রেলিয়ায় বরাবর দুরন্ত সাফল্য পেয়েছেন কোহালি। যা অবশ্যই চ্যাপেলদের প্রভাবিত করেছে।

Advertisement

ইয়ান চ্যাপেলের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি বিরাটকে বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটার বলছেন? তাঁর উত্তর, ‍‘‍‘বিরাট যে মানসিকতা নিয়ে ব্যাট করে সেটাই দারুণ লাগে। ভারতীয় ক্রিকেট দল গত বার যখন অস্ট্রেলিয়া সফরে এসেছিল, তখন ওর সাক্ষাৎকার নিয়ে গিয়েছিলাম। সেখানে কোহালি বলেছিল, কেন টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্ভাবনী শটগুলো সচরাচর ও খেলে না।’’ যোগ করেন, ‍‘‍‘আমার সময়ে সীমিত ওভারের ক্রিকেটের সেরা খেলোয়াড় ছিল ভিভিয়ান রিচার্ডস। ও ক্রিকেটের সাধারণ শটগুলোই এমন ভাবে খেলত, তাতে দ্রুত রান উঠত। আসলে ভিভের শটগুলো ছিল ভীষণ নিয়ন্ত্রিত। ফাঁকফোকর দেখে ঠিক বল মাঠের বাইরে পাঠিয়ে দিত। কোহালিও ঠিক সে রকমই। ক্রিকেটের ধ্রুপদী শটগুলো খেলেই ও সেরা হয়েছে।’’

বিরাটের ফিটনেসের প্রশংসা করে ইয়ান বলেন, ‍‘‍‘কোহালির ফিটনেস ও উইকেটের মাঝে দৌড়টাও দুরন্ত।’’ কোহালির অধিনায়কত্ব নিয়ে নিজের সময়ে আগ্রাসী অধিনায়ক হিসেবে বিশ্বখ্যাত হওয়া ইয়ান চ্যাপেলের পর্যবেক্ষণ, ‍‘‍‘অধিনায়ক বিরাটের বড় গুণ ও পরাজয়ের ভয় করে না। সব সময় জেতার জন্য আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেটা করতে গিয়েই কখনও-কখনও হার স্বীকার করতে হয়। আমি এ রকম অধিনায়ককেই পছন্দ করি।’’ যোগ করেন, ‍‘‍‘বিরাট যখন অধিনায়ক হয়েছিল, তখন প্রথম দিকে খুবই আবেগপ্রবণ ছিল। কিন্তু যত সময় এগিয়েছে, বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে অনেক পরিণত করেছে।’’

আরও পড়ুন: মাঠ খুললেও খেলা শুরু নিয়ে সংশয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন