কলকাতা পুলিশের হাফ ম্যারাথনের উদ্বোধন করছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা (মাঝখানে)। ছবি: সংগৃহীত।
কলকাতায় আবার হবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন’। বুধবার কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথনের সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। এই ম্যারাথনের মাধ্যমে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র মিলবে। দক্ষিণ কোরিয়ার দেইগুতে ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর হবেএই প্রতিযোগিতা।
পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের সঙ্গে যৌথ ভাবে হাফ ম্যারাথন আয়োজন করছে কলকাতা পুলিশ। ১৮ জানুয়ারি ভোর ৫টায় রেড রোড থেকে শুরু হবে দৌড়। ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার, এই তিনটি বিভাগে হবে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার পুলিশ কমিশনার ছাড়াও ছিলেন অন্য পুলিশ আধিকারিকেরা।
এ বারই প্রথম আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ এবং ইভেন্ট কন্ট্রোল টিম নিয়োগ করা হচ্ছে। এরা গোটা প্রতিযোগিতাকে প্রযুক্তির সাহায্যে এবং বি়জ্ঞানসম্মত ভাবে পরিচালনা করবে।
হাফ ম্যারাথনের উদ্বোধন করে মনোজ বর্মা বলেন, ‘‘সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু পুলিশের উদ্যোগ নয়, এটা মানুষের উদ্যোগ। রাস্তায় নিরাপদে চলার সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই ম্যারাথন। কলকাতা পুলিশের ম্যারাথনের লক্ষ্য মানুষকে সতর্ক, সচেতন ও দায়িত্ববান করে তোলা।’’