Cricket

নিজের উইকেটের ধারাভাষ্য দিলেন কোন ক্রিকেটার, দেখুন ভিডিয়ো

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক ভিডিয়ো পোস্ট করেছে কুলদীপের। যাতে দেখা যাচ্ছে ল্যাপটপে নিজের বোলিং দেখে ধারাভাষ্য দিচ্ছেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটেরই বর্ণনা দিতে দেখা গেল ভিডিয়োতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৭:০০
Share:

কুলদীপকে এই মেজাজে দেখা যাবে অস্ট্রেলিয়ায়? ছবি: এএফপি।

তিনিই প্রথম চায়নাম্যান বোলার যিনি টেস্টে নিয়েছেন পাঁচ উইকেট। শনিবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তাঁর ভেলকিতেই দিশেহারা বিপক্ষ। আর টেস্ট জয়ের পর কুলদীপ যাদবকে দেখা হল ধারাভাষ্যকারের ভূমিকায়।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক ভিডিয়ো পোস্ট করেছে কুলদীপের। যাতে দেখা যাচ্ছে ল্যাপটপে নিজের বোলিং দেখে ধারাভাষ্য দিচ্ছেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটেরই বর্ণনা দিতে দেখা গেল ভিডিয়োতে।

প্রসঙ্গত, কুলদীপ যে ভাবে বল করেছেন, তাতে অস্ট্রেলিয়ায় তাঁকে ভারতীয় বোলিং আক্রমণের বড় অস্ত্র বলে মনে করছে ক্রিকেটমহল। কিংবদন্তি সুনীল গাওস্কর যেমন মনে করছেন, অস্ট্রেলিয়ার বাউন্স-যুক্ত উইকেটে তাঁর সফল হওয়ার সম্ভাবনা বেশি। তাঁর মতে, “কুলদীপ যে ভাবে নিজের লেংথে বদল এনেছে প্রথম ইনিংসের পর, যেভাবে রাউন্ড দ্য উইকেটে এসেছে, তাতে পরিষ্কার যে ও বুদ্ধিদীপ্ত বোলার। অস্ট্রেলিয়ার পিচে বল বাউন্স নেয় বেশি। রিস্ট স্পিনারদের জন্য মজুত থাকে ঘূর্ণিও। শেন ওয়ার্ন ওখানে এজন্যই সফল।”

Advertisement

আরও পড়ুন: চিটফান্ডে টাকা রেখে ৫০ লক্ষ খোয়ালেন যুবরাজের মা​

আরও পড়ুন: পূর্ণাঙ্গ বিদেশ সফরে ক্রিকেটারদের পাশে থাকুক স্ত্রী-রা, বোর্ডকে অনুরোধ বিরাটের​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন