সঙ্গকারার হেনস্থা

ইংল্যান্ডে ১৫ বছর যাতায়াত করছেন। কিন্তু কখনও এমন ঘটনার মুখে পড়েননি কুমার সঙ্গকারা। সারের হয়ে কাউন্টি খেলতে শুক্রবার ইংল্যান্ডে পৌঁছনোর পর এক অভিবাসন কর্তার হাতে বিমানবন্দরে হেনস্থার শিকার হন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার। যাঁকে জিজ্ঞাসাবাদে নাজেহাল করে দেন ওই কর্তা। পুরো ব্যাপারটা না জানালেও সে দিন কী ঘটেছিল টুইট করে ইঙ্গিত দিয়েছেন সঙ্গা।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০৩:০৬
Share:

ইংল্যান্ডে ১৫ বছর যাতায়াত করছেন। কিন্তু কখনও এমন ঘটনার মুখে পড়েননি কুমার সঙ্গকারা। সারের হয়ে কাউন্টি খেলতে শুক্রবার ইংল্যান্ডে পৌঁছনোর পর এক অভিবাসন কর্তার হাতে বিমানবন্দরে হেনস্থার শিকার হন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার। যাঁকে জিজ্ঞাসাবাদে নাজেহাল করে দেন ওই কর্তা। পুরো ব্যাপারটা না জানালেও সে দিন কী ঘটেছিল টুইট করে ইঙ্গিত দিয়েছেন সঙ্গা। ‘গত রাতে লন্ডন ফেরত এসেছি। বিভৎস অভিজ্ঞতা হল এক দুর্মুখ আর প্রচণ্ড অভদ্র অভিবাসন দফতরের অফিসারের সঙ্গে।’ সঙ্গার পরের টুইট, ‘অফিসারদের সতর্ক থাকার ব্যাপারটা মানছি, তা বলে সাধারণ সৌজন্য আর ভদ্রতা কি খুব বেশি কিছু চাওয়া? ১৫ বছর ধরে ইংল্যান্ডে আসছি। এ রকম ঘটনার মুখোমুখি প্রথম হলাম।’

Advertisement

সঙ্গার টুইটের পরই সোশ্যাল মিডিয়া আর শ্রীলঙ্কায় ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়। সঙ্গার শেষ টুইট, ‘বর্ণ, ধর্ম, খ্যাতি যাই হোক না কেন খারাপ উদ্দেশ্য না থাকা যে কোনও ভ্রমণার্থীকে সৌজন্য দেখানো উচিত। ভাগ্যক্রমে আমার সঙ্গে ব্যাপারটা এক ব্যক্তিতেই থেমে থাকল, এই বারই।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন