কুম্বলেই সঠিক পছন্দ, এবার ব্যাট ধরলেন মঞ্জরেকর

রবি শাস্ত্রীর অভিযোগের পর অভিযোগে স্বভাবতই বিরক্ত ভারতীয় ক্রিকেট মহল। এবার বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের পক্ষেই মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলে দিলেন, ‘‘রবি শাস্ত্রীর থেকে কুম্বলে সঠিক পছন্দ।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ২০:২৫
Share:

রবি শাস্ত্রীর অভিযোগের পর অভিযোগে স্বভাবতই বিরক্ত ভারতীয় ক্রিকেট মহল। এবার বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের পক্ষেই মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলে দিলেন, ‘‘রবি শাস্ত্রীর থেকে কুম্বলে সঠিক পছন্দ।’’ প্রাক্তন এই ব্যাটসম্যান আর পরিচিত ক্রিকেট ধারাভাষ্যকার কিন্তু মুখ খুলেছেন রবি শাস্ত্রীর সৌরভকে আক্রমণ নিয়েও। তিনি বলেন, ‘‘শাস্ত্রী এই প্রত্যাখ্যান নিতে পারেননি। সৌরভের জন্যও ছিল নতুন অভিজ্ঞতা। কিন্তু তার থেকেও বড় অভিজ্ঞতা হল শাস্ত্রীর। বিসিসিআই সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’’

Advertisement

১৮ মাস সাফল্যের সঙ্গে ভারতীয় দল চালানোর পর রবি শাস্ত্রী ভেবেই নিয়েছিলেন কোচের দায়িত্ব পাবেন তিনিই। কিন্তু তেমনটা না হওয়াতেই সব হিসেব গন্ডোগোল হয়ে গিয়েছিল তাঁর। এতটাই নিশ্চিত ছিলেন যে নিজে এসেও ইন্টারভিউ দেননি তিনি। বিদেশে বেড়াতে গিয়ে সেখান থেকে ভিডিও কনফারেন্সে তিনি ইন্টারভিউ দেন। সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট দল এখন এমন একজন কোচ পেল যে হৃদয় দিয়ে, নিজের জীবন দিয়ে সেই কাজ করে যাবে। অনিল কুম্বলে কোনও কাজের ক্ষেত্রে এই একটাই পথ জানে।’’

আরও খবর

Advertisement

মূর্খের রাজ্যে বাস করছেন শাস্ত্রী! পাল্টা তোপ সৌরভের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন