টিম ইন্ডিয়ায় এখন বিকল্প তৈরির অঙ্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-র আগের দিন কোটলার আবহ এক কথায় এ রকম— ম্যাচ নিয়ে ডিডিসিএ যতটা আশঙ্কায়, ভারতীয় ড্রেসিংরুম ততটাই নিশ্চিন্ত!

Advertisement

চেতন নারুলা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০৩:৫৩
Share:

রাজধানীতে টিম ইন্ডিয়ার ক্রিকেট সংসার। মঙ্গলবার রাতের এক অনুষ্ঠানে সহবাগের মনোযোগী ছাত্র যখন বিরাট। ছবি: প্রেম সিংহ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-র আগের দিন কোটলার আবহ এক কথায় এ রকম— ম্যাচ নিয়ে ডিডিসিএ যতটা আশঙ্কায়, ভারতীয় ড্রেসিংরুম ততটাই নিশ্চিন্ত!

Advertisement

লোঢা কমিশনের সংস্কারসাধন প্রক্রিয়া নিয়ে যুদ্ধ যেন হার মানবে দিল্লি ক্রিকেট সংস্থার আকচাআকচির কাছে! ডিডিসিএ-র কাজকর্ম নিয়ে সংস্থার ভাইস প্রেসিডেন্ট চেতন চৌহান-সহ আট পদাধিকারী হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় বিচারপতি মুদগল আপাতত ডিডিসিএর কাজকর্ম দেখার নেতৃত্বে। কিন্তু এই মুহূর্তে নাকি আবার কর্তাদের একটা দল মুদগলের বিরুদ্ধে চলে গিয়েছে নিজেদের স্বার্থে। নিউজিল্যান্ড ম্যাচের জন্য স্টেডিয়ামের ভেতরের বিজ্ঞাপন, খাবারের স্টল, দর্শকদের জলের জোগান, নিরাপত্তা এজেন্সি— সব টেন্ডার নিয়ে নাকি স্বজনপোষণ হয়েছে। কিন্তু ডিডিসিএ-র অদ্ভুত ক্ষমতা— ডামাডোলেও আন্তর্জাতিক ম্যাচ ঠিকঠাক উতরে দেওয়া!

ফুরফুরে অবস্থায় কিন্তু ভারতীয় শিবির। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক দিনের দলের মাথাব্যথা, মিডল অর্ডার ব্যাটিং। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে নতুনদের সেই জায়গায় ফিট করার প্রস্তুতি। এই ম্যাচেও সেটা মণীশ পাণ্ডে আর কেদার যাদবের মাধ্যমে করছে টিম ম্যানেজমেন্ট। সুরেশ রায়নার অসুস্থতা কাজটা সহজ করেছে কুম্বলের কাছে।

Advertisement

কুম্বলে আবার ধোনির ব্যাটিং অর্ডারে উঠে আসার সম্ভাবনা নিয়ে বললেন, ‘‘ব্যাপারটা নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির উপরে। রান তাড়া করতে অভিজ্ঞতা দরকার। ধোনির যা আছে। ওর ক্রিজে গিয়ে সেট হওয়ার দরকার পড়ে না।’’ যার মানে এই ম্যাচে ভারত পরে ব্যাট করলেই হয়তো ধোনিকে ব্যাটিং অর্ডারে আগে দেখা যেতে পারে।

কেএল রাহুল এবং শিখর ধবনের চোটে এখনও দলের বাইরে থাকাটা আবার কুম্বলের চোখে দলের ওপেনিং স্লটে নতুন বিকল্পের সৃষ্টি! বলে দিলেন, ‘‘আমি মনে করি এটা অজিঙ্ক রাহানের সামনে একটা নতুন রাস্তা। ও কিন্তু টপ অর্ডারে বেশ ফিট করে যায়। শিখর, রাহুল ফিরে এলে ওপেনিংয়ে আরও বিকল্প তৈরি থাকবে ঠিকই, তবে সেটা নিয়ে আমরা চিন্তা করব যখন ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ওয়ান ডে সিরিজ খেলব, তখনই। আপাতত রাহানেই আমাদের অন্যতম ওপেনার।’’

ভারতের হাতে যখন বিকল্পের ছড়াছড়ি, তখন আবার নি‌উজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের গলায় উল্টো সুর। যিনি এ দিন সটান বলে দিলেন, ব্রেন্ডন ম্যাকালামের অধিনায়কত্বের বিকল্প নিউজিল্যান্ডের পক্ষে পাওয়া খুব কঠিন। ‘‘আমি মনে করি না ম্যাকালামের মতো কেউ আমাদের দলকে নেতৃত্ব দিতে পারে।’’

দলনেতা কেন উইলিয়ামসনের প্রতি টিমের অন্যতম পেসারের যখন এ রকম আস্থা, তখন বোধহয় সহজেই বোঝা যায় টিম ধোনির বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-র আগে ঠিক কোন জায়গায় আছে কিউয়িরা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন