তেরো মিনিটে চার গোল করে নজির এমবাপের

ফরাসি লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের চমক অব্যাহত। বিশ্বকাপ ফাইনালে গোল করা এই ফরাসি তারকা রবিবার লিয়ঁর বিরুদ্ধে একাই চারটি গোল করলেন। এবং কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন তাঁর ক্লাব প্যারিস সাঁ জারমাঁকে (পিএসজি)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৩:৫৫
Share:

যুগলবন্দি: লিয়ঁকে উড়িয়ে দিয়ে ম্যাচের বল হাতে সতীর্থ নেমারের সঙ্গে প্যারিস সাঁ জারমাঁ তারকা কিলিয়ান এমবাপে। রবিবার লিগ ওয়ানের ম্যাচের পরে। এএফপি

ফরাসি লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের চমক অব্যাহত। বিশ্বকাপ ফাইনালে গোল করা এই ফরাসি তারকা রবিবার লিয়ঁর বিরুদ্ধে একাই চারটি গোল করলেন। এবং কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন তাঁর ক্লাব প্যারিস সাঁ জারমাঁকে (পিএসজি)। অবিশ্বাস্য ভাবে লিগে টানা ন’টি ম্যাচ জিতলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়ররা। এবং এটা পরিষ্কার হয়ে গেল যে এই ছন্দে খেলে গেলে পিএসজি আবার লিগ চ্যাম্পিয়নই হতে যাচ্ছে। প্রসঙ্গত শেষ ছয় মরসুমের পাঁচ বারই খেতাব জিতেছে পিএসজি। এমনিতে এমবাপে তাঁর চারটি গোল করেন মাত্র ১৩ মিনিটের মধ্যে। খেলার ৬১, ৬৬, ৬৯ ও ৭৭ মিনিটে। যা একটি অনন্য নজির। প্রথম গোল নীচু শটে। যা বিপক্ষ পোস্টে লেগে গোলে ঢোকে। দ্বিতীয় গোলটি কার্যত স্লাইড করে। হ্যাটট্রিক পান মাথা ঠান্ডা রেখে দারণ প্লেসিংয়ে। আর চতুর্থটি খুব কাছ থেকে নেওয়া ঠিকানা লেখা শটে।

Advertisement

এমনিতে পেনাল্টিতে গোল করে রবিবার ১-০ করেন নেমার। এদিন লাল কার্ড দেখেন দু’দলেরই একজন করে ফুটবলার। পিএসজি-র প্রিসনেল কিমপেম্বে ও লিয়ঁর লুকা তুসা। এর মধ্যে কিমপেম্বে সরাসরি একবারেই লাল কার্ড দেখেন। ভিএআর-এর সাহায্য নিয়ে রেফারি এই সিদ্ধান্ত নেন। ভিডিয়োয় দেখা যায় লিয়ঁর তেঙ্গি এনদোম্বেলের পায়ে তিনি মারাত্মক জোরে বুটের স্টাড দিয়ে আঘাত করছেন। আর লিয়ঁর লুকা দু’বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি দ্বিতীয় বার কার্ড দেখেন এমবাপেকে বিশ্রী ভাবে আটকে।

এমবাপের খেলা দেখে মুগ্ধ নেমার বললেন, ‘‘আমার ছেলেও (সাত বছরের দাভিদ) এমবাপেকে দারুণ ভালবাসে। একবার ওকে আমি ক্লাবের অনুশীলনে নিয়ে এসেছিলাম। তার পর থেকে সারাদিন ওর কথাই বলে যাচ্ছিল। ওর খুব ইচ্ছে ছিল এমবাপের সঙ্গে একটা ছবি তুলে স্কুলে বন্ধুদের দেখাবে। দেখিয়েছেও। এটা নিয়ে ওর আনন্দের সীমা নেই।’’ এমবাপে নিজেও বলেছেন, ‘‘আমি প্রচুর সুযোগ নষ্ট করেছি। আমার আরও গোল করা উচিত ছিল।’’ সঙ্গে তাঁর আরও কথা, ‘‘আমি প্রচুর খাটছি। জানি দলের সবাই আমার পাশে আছে। নিজেকে মাঝেমাঝেই বলি, যতক্ষণ গোলের সুযোগ তৈরি যাচ্ছি, ততক্ষণ সবকিছু ঠিকঠাক থাকে। তা ছাড়া দলগত সংহতিই আসল কথা। আমরা আরও আরও জিততে চাই। যে কোনও মূল্যে রেকর্ডও করে যেতে হবে।’’

Advertisement

এ দিন এমবাপে এক অদ্ভুত নজিরও করেছেন। লিগ ওয়ানের শেষ ৪৫ বছরে কেউ এত অল্প সময়ের মধ্যে চারটি গোল করতে পারেননি। তা ছাড়া এত কম বয়সেও (১৯ বছর ৯ মাস) কেউ এক ম্যাচে চার গোল করতে পারেননি। নেমার আরও বলেছেন, ‘‘ক্লাবে আমি আমার মূল্য বুঝি। কিন্তু শুধু আমি নই, এখানে অনেকেই অসাধারণ। বিশেষ করে বলব এমবাপের কথা। এই বয়সেই ও প্রায় দলের নেতা হয়ে গিয়েছে। এখানে প্রত্যেকে ওকে শ্রদ্ধা করে।’’ হাসতে হাসতে তাঁর আরও কথা, ‘‘ও কিন্তু আজ আরও গোল করতে পারত। আশা করি এ ভাবেই এমবাপে এগিয়ে যাবে। আর এমন একদিন আসবে যখন ফুটবল খেলাটাই ওকে ধন্যবাদ জানাবে।’’ আর পিএসজি-র কোচ থোমাস তুহেল বলেছেন, ‘‘এমবাপে একজন অসাধারণ প্রতিভা। আমি নিশ্চিত, ও অনেক অনেক দূর যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন