Lakshya Sen

Lakshya Sen: লক্ষ্যের দৌড় অব্যাহত, অল ইংল্যান্ডে ছিটকে দিলেন তৃতীয় বাছাইকে

থামানো যাচ্ছে না লক্ষ্য সেনকে। জার্মান ওপেনে রানার্স হওয়ার পর অল ইংল্যান্ড ওপেনেও দাপটের সঙ্গে শুরু করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ২০:২৭
Share:

লক্ষ্যের দৌড় অব্যাহত ফাইল ছবি

থামানো যাচ্ছে না লক্ষ্য সেনকে। জার্মান ওপেনে রানার্স হওয়ার পর অল ইংল্যান্ড ওপেনেও দাপটের সঙ্গে শুরু করলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লক্ষ্য।

Advertisement

প্রথম রাউন্ডে ভারতের সৌরভ বর্মাকে হারিয়েছিলেন লক্ষ্য। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তাঁর জন্যে অপেক্ষা করছিল কঠিন লড়াই। সামনে ছিলেন তৃতীয় বাছাই ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেন। কিন্তু অপ্রতিরোধ্য ছন্দে থাকা লক্ষ্যকে বৃহস্পতিবারও থামানো যায়নি। বার্মিংহ্যাম অ্যারেনার প্রথম কোর্টে ৫৫ মিনিটের লড়াইয়ে অ্যান্টনসেনকে ২১-১৬, ২১-১৮ গেমে হারিয়ে দেন তিনি।

প্রথম থেকেই আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছিলেন লক্ষ্য। ম্যাচের শেষ পর্যন্ত সেই আগ্রাসন বজায় থাকে। বিপক্ষের উপর চাপ শুরু থেকেই বজায় রেখেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন গুয়াং জু বনাম কা লং আঙ্গুস ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement