লিয়েন্ডার কন্যার ব্রেন টিউমার

তেরো বছর আগে বাবার ব্রেন টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচারের পরে ফের টেনিস কোর্টে ফিরে এসেছেন তুমুল সাফল্যের সঙ্গে। গত রবিবার তাঁর দশ বছরের মেয়েরও ব্রেন টিউমার অস্ত্রোপচার হল। সফল অস্ত্রোপচারের পরে লিয়েন্ডার পেজের মেয়ে আইয়ানা এখন মুম্বইয়ের হাসপাতালে। যেখানে ভেস পেজ সহ লিয়েন্ডারের পরিবার ছাড়াও প্রায় সর্বক্ষণ আইসিইউয়ের বাইরে দেখা যাচ্ছে আইয়ানার মা রিয়া পিল্লাইকে।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:২৬
Share:

তেরো বছর আগে বাবার ব্রেন টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচারের পরে ফের টেনিস কোর্টে ফিরে এসেছেন তুমুল সাফল্যের সঙ্গে। গত রবিবার তাঁর দশ বছরের মেয়েরও ব্রেন টিউমার অস্ত্রোপচার হল। সফল অস্ত্রোপচারের পরে লিয়েন্ডার পেজের মেয়ে আইয়ানা এখন মুম্বইয়ের হাসপাতালে। যেখানে ভেস পেজ সহ লিয়েন্ডারের পরিবার ছাড়াও প্রায় সর্বক্ষণ আইসিইউয়ের বাইরে দেখা যাচ্ছে আইয়ানার মা রিয়া পিল্লাইকে। পেজ-পিল্লাইয়ের বিচ্ছেদ মামলা দীর্ঘ দিন আদালতে চললেও তাঁদের মেয়ে আইয়ানার কঠিন অসুখ ধরা পড়া ইস্তক গত কয়েক সপ্তাহ দু’জনকে মুম্বইয়ে একসঙ্গে পাশাপাশি দেখা যাচ্ছে। দু’জনেরই বন্ধুবান্ধবরা হাসপাতালে আইয়ানা দেখতে গেলেও লিয়েন্ডার সবাইকে অনুরোধ করেছেন, তার মেয়ে আইসিইউ থেকে বের না হওয়া পর্যন্ত বেশি লোকজন যেন হাসপাতালে ভিড় না করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement