Suresh Raina

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রায়না

সোমবার গভীর রাতে গাজিয়াবাদ থেকে কানপুর যাওয়ার পথে আগরা-কানপুর হাইওয়েত ইটাওয়ার কাছে হঠাৎ করেই বার্স্ট করে সুরেশের গাড়ির চাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫২
Share:

সুরেশ রায়নার এই গাড়িটিই দুর্ঘটনার কবলে পরে। ছবি: সুরেশ রায়নার ইনস্টাগ্রাম সৌজন্যে।

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ক্রিকেটার সুরেশ রায়না। সোমবার গভীর রাতে গাজিয়াবাদ থেকে কানপুর যাওয়ার পথে আগরা-কানপুর হাইওয়েত ইটাওয়ার কাছে হঠাৎ করেই বার্স্ট করে সুরেশের গাড়ির চাকা।

Advertisement

আরও পড়ুন: এই আচরণের জন্য ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কাটা গেল শামসির, দেখুন ভিডিও

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর ক্রিকেটে ডামাডোল অব্যাহত, আশঙ্কায় ক্রিকেটাররা

Advertisement

তবে, গাড়ির গতি কম থাকায় বড় কোনও ক্ষতি হয়নি রায়নার। বিশেষ কিছু ক্ষতি হয়নি গাড়িটিরও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

পরে পুলিশ তরফ থেকে অন্য গাড়ি এনে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় রায়নাকে। পরে রায়না জানান তিনি ভালই আছেন, শারীরিক ভাবে কোনও আঘাত তাঁর লাগেনি। বুধবার দলীপ ট্রফি ম্যাচ খেলতে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে নামবে ইন্ডিয়া ব্লু দল। ইন্ডিয়া ব্লু-এর অধিনায়কের দায়িত্বে রয়েছেন রায়না। তবে, বিশেষ কিছু চোট না থাকায় বুধবারের ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement