‘গুপ্তচর’ হানায় ঝাঁঝরা বার্সা

সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-৪ হার। মেসির চোট। নেইমারের ধারাবাহিকতার অভাব। আটলেটিকো মাদ্রিদের শীর্ষে বসে থাকা। বার্সেলোনা কোচ লুইস এনরিকের সমস্যার অভাব নেই। কিন্তু এই সমস্ত ছাপিয়ে আবার আর এক নতুন সমস্যা এসে হাজির। যা গোটা বার্সা শিবিরে বড়মাপের ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:৩৪
Share:

বার্সেলোনার প্র্যাকটিসে কোচ লুইস এনরিকে।

সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-৪ হার। মেসির চোট। নেইমারের ধারাবাহিকতার অভাব। আটলেটিকো মাদ্রিদের শীর্ষে বসে থাকা।

Advertisement

বার্সেলোনা কোচ লুইস এনরিকের সমস্যার অভাব নেই। কিন্তু এই সমস্ত ছাপিয়ে আবার আর এক নতুন সমস্যা এসে হাজির। যা গোটা বার্সা শিবিরে বড়মাপের ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। যে সমস্যার নাম ‘গুপ্তচর’।

স্প্যানিশ লিগে গুপ্তচর বিতর্ক নতুন কিছু নয়। রিয়াল মাদ্রিদ কোচ থাকাকালীন জোসে মোরিনহোকেও এক সমস্যার সামনে পড়তে হয়েছিল। এ বার পালা বার্সা কোচ লুইস এনরিকের। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া মোনশেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে বার্সার সমস্ত গেমপ্ল্যান এক স্প্যানিশ দৈনিকে ফাঁস হয়ে যায়। যে ঘটনার পর ক্ষুব্ধ এনরিকে। যাঁর মতে, বার্সা দলের খুব কাছের কেউ এর পিছনে দায়ী।

Advertisement

আগামী সপ্তাহে ম্যাঞ্চেস্টার সিটির মতো হেভিওয়েট দল অপেক্ষা করছে বার্সার সামনে। তার আগে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণে তদন্ত চেয়েছেন এনরিকে। ক্লাবের গুপ্তচরকে দ্রুত খুঁজে বের করতে চান তিনি। আন্তর্জাতিক ব্রেকের সময় প্রতিদিনই নাকি নিজের কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে বসেছেন এনরিকে। জানতে চেয়েছেন কে দলের ছকগুলো ফাঁস করেছে। জবাবে কেউ কোনও উত্তর দেয়নি।

মোনশেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থেকেও শেষমেশ ২-১ জেতে বার্সা। এনরিকে দাবি করেন, বার্সা একটা গোলও খেত না যদি দলের ছক ফাঁস না হত। সেই কারণে যত দ্রুত সম্ভব সেই গুপ্তচরকে বের করে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করতে মরিয়া বার্সা কোচ।

গুপ্তচর ছাড়াও এখন ধোঁয়াশা রয়েছে মেসির ফিটনেস নিয়েও। ট্রেনিংয়ে যোগ দিয়েছেন এলএম টেন। কিন্তু তাতেও মোসির ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। শনিবার লা লিগায় বার্সার সামনে অপেক্ষা করছে দেপোর্তিভো লা করুনা। যার আগে এনরিকের প্রথম দলের মাত্র চার জন পুরোপুরি ফিট। শেষ লা লিগা ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে দুঃস্বপ্নের ৩-৪ হেরেছিল বার্সা। কিন্তু সেই হারের রেশ দূরে রেখে আবার খেতাবের দৌড়ে ঢুকতে চান এনরিকে। ‘‘সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রথম পনেরো মিনিট আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু তারপরে বিপক্ষ চাপ দিতে শুরু করে। আমাদের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি,’’ বলছেন এনরিকে। দেপোর্তিভো ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে সেই কথা জানিয়ে আন্দ্রে ইনিয়েস্তাও বলেন, ‘‘আমরা খুব খারাপ খেলেছি সেল্টা ভিগোর বিরুদ্ধে। এ বার লড়াই করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন