Luke Fletcher

কাউন্টিতে ফিরে এল ফিল হিউজ স্মৃতি

বোলার হিসেবে ইতিমধ্যেই কাউন্টি সার্কিটে সম্ভ্রম আদায় করে নিয়েছেন তিনি। সেই ফ্লেচার নিজের প্রথম ওভারের প্রথম বলে মাথায় গুরুতর চোট পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১১:৫৭
Share:

লুক ফ্লেচার। ছবি: সংগৃহীত।

মাথায় বল লেগে গুরুতর আহত হলেন ব্রিটিশ ক্রিকেটার লুক ফ্লেচার। রবিবার কাউন্টি ম্যাচে নর্টিংহ্যামশায়ারের হয়ে বার্মিংহ্যামের বিরুদ্ধে মাঠে নামেন ফ্লেচার।

Advertisement

আরও পড়ুন: নিজেদের দাবিতে অনড় অজি অধিনায়ক

বোলার হিসেবে ইতিমধ্যেই কাউন্টি সার্কিটে সম্ভ্রম আদায় করে নিয়েছেন তিনি। সেই ফ্লেচার নিজের প্রথম ওভারের প্রথম বলে মাথায় গুরুতর চোট পান। ফ্লেচারের প্রথম বলে জোরালো শট মারেন বার্মিংহামের স্যাম হেইন। হেইনের শট সোজা গিয়ে মাথায় লাগে লুকের। মাঠেই লুটিয়ে পড়েন বছর আঠাশের এই ফাস্ট বোলার। সঙ্গে সঙ্গে মাথায় তোয়ালে বেঁধে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ফ্লেচারকে। তবে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, ফ্লেচারের চোট গুরুতর নয়। ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকার পর আবার মাঠে ফিরতে পারবেন তিনি। বর্তমানে হাসপাতাল সূত্রে খবর, চোখে কিছুটা ঝাপসা দেখছেন ফ্লেচার। তবে, এতে ভয়ের কিছু নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement