নজরে মুস্তাক আলি ট্রফি

ভারতীয় দলে ফেরা সহজ নয়, মানছেন ঋদ্ধি

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে ঋদ্ধি বলেন, ‘‘ভারতীয় দলে ফেরা অত সোজা নয়। অনেক লম্বা পথ। আপাতত সৈয়দ মুস্তাক আলি ট্রফি নিয়েই ভাবছি। তার পর আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করব। বিশ্বকাপের আগে কোনও টেস্ট সিরিজ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৫
Share:

দৃপ্ত: শনিবার সকালে সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের নেটে ব্যাটিং অনুশীলন ঋদ্ধিমানের। ছবি: সুদীপ্ত ভৌমিক

চোট সারিয়ে কলকাতায় ফিরে প্রথম দিনের অনুশীলনে প্রায় তিন ঘণ্টা ব্যাট করলেন ঋদ্ধিমান সাহা। কাঁধে অস্ত্রোপচারের পরে জুলাইয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে গিয়েছিলেন ভারতীয় উইকেটকিপার। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফিরেছেন। শনিবার সকাল থেকেই টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। কিন্তু ভারতীয় দলে প্রত্যাবর্তনের ব্যাপারে এখন থেকেই কিছু ভাবতে চান না ঋদ্ধি।

Advertisement

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে ঋদ্ধি বলেন, ‘‘ভারতীয় দলে ফেরা অত সোজা নয়। অনেক লম্বা পথ। আপাতত সৈয়দ মুস্তাক আলি ট্রফি নিয়েই ভাবছি। তার পর আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করব। বিশ্বকাপের আগে কোনও টেস্ট সিরিজ নেই। সুতরাং বর্তমানে আমার হাতে যা আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করাই ভাল। পারফর্ম করে যাব। বাকিটা নির্বাচকদের হাতে।’’

গত বছর দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত ভারতীয় টেস্ট দলের এক নম্বর উইকেটকিপার ছিলেন ঋদ্ধি। সেই সফরেই চোট পেয়ে দেশে ফিরতে হয় তাঁকে। ঋদ্ধির জায়গায় পার্থিব পটেলকে সুযোগ দেওয়া হলেও তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ইংল্যান্ড সফরে অভিষেক হয় ঋষভ পন্থের। সেই সফরের শেষ টেস্টে পন্থ সেঞ্চুরি করার পর থেকে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেতে শুরু করেন দিল্লির তরুণ। বর্তমানে বঙ্গ উইকেটকিপারের কাছে ভারতীয় টেস্ট দলে ফের জায়গা করে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ঋদ্ধি তা মানতে চান না। তাঁর কথায়, ‘‘আমি চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। যা করব, তারই তো ফল পাব।’’

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফিকেই আইপিএল-এর মহড়া হিসেবে দেখেন অনেকে। এই প্রতিযোগিতায় পারফর্ম করে সেই আত্মবিশ্বাস কাজে লাগান আইপিএলে। কিন্তু ঋদ্ধি ব্যতিক্রম। কোনও ম্যাচই প্রস্তুতি হিসেবে দেখতে চান না তিনি। বলছিলেন, ‘‘প্রত্যেকটি ম্যাচের গুরুত্ব আমার কাছে সমান। জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা যেমন আইপিএল-এর জন্য প্রস্তুতি নয়। তেমনই আইপিএল-ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি মঞ্চ নয়।’’

রিহ্যাবের শুরুর দিকে নেটে বেশি সময় দিতে পারেননি ঋদ্ধি। হয়নি ম্যাচ প্র্যাক্টিসও। কোনও রকম ম্যাচ প্র্যাক্টিস ছাড়া জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামতে সমস্যা হবে না? ঋদ্ধির সাফ উত্তর, ‘‘এত দিন ধরে খেলছি। এ ধরনের সমস্যা হওয়ার কথা নয়। দেখা যাক কী হয়।’’

কাঁধের ব্যথা যে একেবারেই সেরে গিয়েছে তা তাঁর ব্যাটিং দেখেই আন্দাজ করা গেল। বেশ মারমুখী মেজাজেই ব্যাটিং করে গেলেন ঋদ্ধি। শট নেওয়ার সময় কোনও রকম জড়তা লক্ষ্য করা গেল না। স্কোয়ার কাট, পুল, হুক, স্লগ সুইপ সব শটই সাবলীল ভাবে মারতে দেখা গেল তাঁকে। নেট চলাকালীন অশোক ডিন্ডা ফিল্ডিং পজিশন ঠিক করে দিচ্ছিলেন। সেই অনুযায়ী ব্যাট করলেন ঋদ্ধি ও মনোজ তিওয়ারি।

ঋদ্ধি ফিরতে দলে কিছুটা স্বস্তি এলেও জাতীয় টি-টোয়েন্টির দল নির্বাচনের দু’দিন আগেই দুঃসংবাদ এল বাংলা শিবিরে। ইডেনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ খেলতে গিয়ে শরীরের ডান দিকের পেশিতে চোট লাগে বাংলার নির্ভরযোগ্য বাঁ হাতি ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায়ের। তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলেছেন বাংলা দলের ফিজিয়ো পার্থব পটেল। তাই মুস্তাক আলি ট্রফিতে সুদীপের খেলার সম্ভাবনা কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন