Turkey vs Mali

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথম জয় পেল মালি

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মালির তরুণ ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই তুরস্ক রক্ষণভাগে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে জোনাস কোমলার দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ২১:০৪
Share:

ম্যাচের আগে মালি দল। ছবি: এপি।

জয়ের রাস্তায় ফিরল মালি। প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হারের হ্যাং ওভার কাটিয়ে সোমবার গ্রুপ-বি এর গুরুত্বপূর্ণ ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে দিল মালি।

Advertisement

আরও পড়ুন: ঘানাকে হারিয়ে শেষ ১৬ প্রায় নিশ্চিত করে ফেলল ইউএসএ

আরও পড়ুন: দিল্লিতে বিশ্বকাপের অব্যবস্থায় রুষ্ট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

Advertisement

এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মালির তরুণ ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই তুরস্ক রক্ষণভাগে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে জোনাস কোমলার দল। যার ফলে প্রথমার্ধের ৩৮ মিনিটে গোল করে মালিকে এগিয়ে দেয় ডিজেমুসা। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও ম্যাচে নিজেদের দাপট বজায় রাখে মালি। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে মালিকে দু’গোলের লিড এনে দেন লাসানো দিয়াই। দু’গোলে পিছিয়ে পড়ে অল আউট অ্যাটাকে ওঠে তুরস্ক। এরই সুযোগে কাউন্টার অ্যাটাকে এসে ম্যাচের ৮৬ মিনিটে তুরস্কের কফিনে শেষ পেরেক পুঁতে দেন মালির কোন্তে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন