লুকাকুর পাশেই মোরিনহো

স্টাবহাব সেন্টারে আয়োজিত এলএ গ্যালাক্সির বিরুদ্ধে এই ম্যাচে ৫-২ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মরসুমে এটিই তাঁদের প্রথম প্রস্তুতি ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ০৫:১২
Share:

আস্থা: লুকাকুর উপরে ভরসা মোরিনহোর। ফাইল চিত্র

প্রস্তুতি শিবির সারতে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলিস-এ দলবল নিয়ে গিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোস মোরিনহো। কিন্তু সেখানে ম্যান ইউ জার্সি গায়ে লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সির বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল করতে ব্যর্থ হলেন এভার্টন থেকে সাড়ে সাত কোটি পাউন্ডে দলে যোগ দেওয়া রোমেলু লুকাকু। যদিও কোচ জোসে মোরিনহো দাঁড়িয়ে পড়েছেন লুকাকুর পাশেই। বেলজিয়ান ফুটবলারটির হয়েই কথা বলেছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

Advertisement

স্টাবহাব সেন্টারে আয়োজিত এলএ গ্যালাক্সির বিরুদ্ধে এই ম্যাচে ৫-২ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মরসুমে এটিই তাঁদের প্রথম প্রস্তুতি ম্যাচ। যে ম্যাচে জোড়া গোল করলেন মার্কাস র‌্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে লুকাকুকে দেখে নেওয়ার জন্য মোরিনহো মাঠে নামিয়েছিলেন তাঁকে। কিন্তু বেলজিয়ান এই ফুটবলার দু’বার-ই গোলের সহজ সুযোগ নষ্ট করায় সমর্থকদের কাছে সমালোচিত হচ্ছেন।

যদিও ম্যান কোচ মোরিনহো দাঁডিয়েছেন লুকাকুর পাশে। তিনি বরং ফুটবলারটির প্রশংসা করেই বলছেন, ‘‘মানছি লুকাকু গোল করেনি। কিন্তু যারা গোল করল তাদের চেয়েও অনেক ভাল খেলেছে ও। মজার ব্যাপার হল আজ প্রথম দলে ওকে রাখিনি। কিন্তু কখনই কিন্তু এই ব্যাপার নিয়ে লুকাকুকে চিন্তিত থাকতে দেখলাম না। বরং দলের উন্নতি নিয়েই ও বেশি ভাবিত। যা ভাল লাগল।’’

Advertisement

আরও পড়ুন: শাস্ত্রীর ইচ্ছেতেই বোলিং কোচের দৌড়ে ভরত

তবে এরই মাঝে উঠে এসেছে ওয়েন রুনির সঙ্গে লুকাকুর তুলনা। যে প্রসঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ মোরিনহো বলছেন, ‘‘দু’জনের কোনও তুলনাই হবে না। রুনি আমাদের টিমে কেবল একজন স্ট্রাইকারই ছিল না। একজন গেম মেকারও ছিল। আর লুকাকু সেখানে একজন আক্রমণাত্মক ফুটবলার। যে বিপক্ষের গোটা রক্ষণকে তাড়া করে বেড়ায়। গতি লুকাকুর একটা বডজ় সম্পদ।’’

তবে একই সঙ্গে এ দিন জোড়া গোলদাতা মার্কাস র‌্যাশফোর্ড সম্পর্কেও উচ্ছ্বসিত প্রশংসা করেন মোরিনহো। বলেন, ‘‘গত মরসুমে মার্কাসকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন। কিন্তু এ বার সবাইকে জবাব দেওয়ার মতো জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে মার্কাস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন