চ্যাম্পিয়ন্স লিগ

আসল পরীক্ষায় পিএসজির কাছে হার ম্যান ইউয়ের

জোসে মোরিনহোর জায়গায় ওয়ে গুন্নার সোলসার ম্যানেজার হওয়ার পরে টানা ১১ ম্যাচের ১০টিতে জিতেছিল ম্যান ইউ। রেড ডেভিলসের অসংখ্য ভক্ত হয়তো ভেবেছিলেন, পিএসজি-র বিরুদ্ধেও চমকপ্রদ কিছু ঘটবে। তার উপর প্যারিসের ক্লাব মাঠে নেমেছিল নেমারের মতোই আহত এদিনসন কাভানিকে ছাড়া। বাস্তবে হল উল্টোটা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৪
Share:

নায়ক: নেমারহীন পিএসজির হয়ে দ্বিতীয় গোল করে উৎসব এমবাপের। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে। রয়টার্স

ম্যান ইউ ০ • পিএসজি ২

Advertisement

প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) যে ফুলহ্যাম, লেস্টার সিটি বা নিউক্যাসলের মতো দল নয়, তা মঙ্গলবার রাতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালে নেমার দা সিলভা স্যান্টোসকে ছাড়াই পিএসজি ২-০ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।

জোসে মোরিনহোর জায়গায় ওয়ে গুন্নার সোলসার ম্যানেজার হওয়ার পরে টানা ১১ ম্যাচের ১০টিতে জিতেছিল ম্যান ইউ। রেড ডেভিলসের অসংখ্য ভক্ত হয়তো ভেবেছিলেন, পিএসজি-র বিরুদ্ধেও চমকপ্রদ কিছু ঘটবে। তার উপর প্যারিসের ক্লাব মাঠে নেমেছিল নেমারের মতোই আহত এদিনসন কাভানিকে ছাড়া। বাস্তবে হল উল্টোটা। এবং সোলসার স্বয়ং স্বীকার করলেন, প্যারিসে ফিরতি ম্যাচে চাকা ঘুরিয়ে দেওয়ার কাজটা পর্বতশৃঙ্গ জয়ের মতো কঠিন লক্ষ্য।

Advertisement

সোলসার এটাও মানলেন, প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মতো ক্লাবগুলির বিরুদ্ধে তাঁরা আসলে কোনও পরীক্ষা দেননি। ‘‘সত্যিকারের পরীক্ষাটা তো আজই দিলাম,’’ বললেন সোলসার। তাঁর গোলেই ১৯৯৯ সালে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। কিন্তু সেটা ইউরোপীয় ফুটবলে ইংল্যান্ডের ক্লাবগুলির সুসময়ে। সেই ২০১২ সালে চেলসি ইউরোপ সেরা হয়েছিল। তার পরে বড় ঘটনা বলতে গতবার লিভারপুলের ফাইনালে ওঠা। যাকে ফুটবল বিশ্লেষকদের অনেকে বলেন নিছকই দুর্ঘটনা। অথচ প্রিমিয়ার লিগই বিশ্বে জনপ্রিয়তম। ফ্রান্সের বাইরে ক’জন দেখেন ফরাসি লিগ ওয়ান? তবু নেমারকে ছাড়াই মঙ্গলবার তারা কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে ফেলল। সোলসারের কথাতেও একই সুর, ‘‘পিএসজি অনেক ভাল দল। ওদের উচ্চতায় পৌঁছনোটা আমাদের লক্ষ্য।’’

ধাক্কা: লাল কার্ড দেখে ফিরতি ম্যাচে নেই পল পোগবা। এপি

ম্যান ইউয়ে রিয়ো ফার্ডিনান্ডের মতো প্রাক্তনেরা মনে করেন, গলদটা অন্য জায়গায়। ভাল ফল করতে হলে সবার আগে ভাল ফুটবলারদের নিতে হবে। ম্যান ইউয়ের জন্য খারাপ খবর, পল পোগবার লাল কার্ড দেখে ফিরতি ম্যাচ থেকে ছিটকে যাওয়া। পোগবা পারেননি। পেরেছেন ফ্রান্সের বিশ্বজয়ী দলে তাঁর সতীর্থ কিলিয়ান এমবাপে আর প্রেসনেল কিমপেমবে। ৬০ মিনিটে অসাধারণ প্লেসিংয়ে পিএসজি দ্বিতীয় গোলটি এমবাপের করা। আর ৫৩ মিনিটে ১-০ করেন কিমপেমবে। পিএসজি-র এই ডিফেন্ডার ফাঁকায় বল পেয়ে দর্শনীয় সাইড-শটে ১-০ করেন। তবে সবাইকে ছাপিয়ে দিনের নায়ক ম্যান ইউয়ে বাতিল আর্জেন্টাইন তারকা অ্যাঙ্খেল ডি মারিয়া। পুরো দলটাকে কার্যত একাই খেলালেন তিনি। গোলও করালেন। এবং ওল্ড ট্র্যাফোর্ডে জনতার কাছ থেকে যে পরিমাণ ভালবাসা পেলেন তাতে মনে হল এখনও ম্যান ইউতেই খেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন