বেলকে চাইছেন স্পেশ্যাল ওয়ান

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কনফার্মড করার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মোরিনহো বলেই দিয়েছিলেন আগামী মরসুমে তিনি দুনিয়া সেরা একজন ফুটবলারকে টিমে চান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৪:১৬
Share:

বেলকে ইংল্যান্ডে ফেরাতে চায় ম্যান ইউ। ফাইল চিত্র

এক মাদ্রিদ হাত থেকে বেরিয়ে যাওয়ার পর আর এক মাদ্রিদের দিকে নজর ইউরোপা লিগ জয়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

Advertisement

আটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজম্যান হাত ফস্কে বেরিয়ে যাওয়ার পর এ বার রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দিকে নজর দিল ম্যান ইউ। গত সপ্তাহেই গ্রিজম্যান পরিস্কার করে দিয়েছিলেন যে আগামী মরসুমে তিনি আটলেটিকো মাদ্রিদ ছাড়ছেন না। এর পরেই মরিয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তারা ওয়েলস তারকা গ্যারেথ বেলের জন্য ১০ কোটি পাউন্ড দর হাঁকলেন। ম্যান ইউ কর্তারাও আশাবাদী যে বেল তাঁদের ডাক উপেক্ষা করতে পারবেন না।

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কনফার্মড করার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মোরিনহো বলেই দিয়েছিলেন আগামী মরসুমে তিনি দুনিয়া সেরা একজন ফুটবলারকে টিমে চান। এর পরেই ম্যান ইউ কর্তারা প্রস্তাব দিয়েছিলেন গ্রিজম্যানকে। কিন্তু তা সফল না হওয়ায় শেষ পর্যন্ত বেলের দিকেই এই মুহূর্তে চোখ ফিরিয়েছেন তাঁরা।

Advertisement

এমনিতেই রিয়াল মাদ্রিদে গত এক মরসুম খুব একটা ভাল যায়নি বেলের গোটা মরসুম জুড়েই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একটা চোরা ইগোর লড়াই রয়ে গিয়েছিল তাঁর। মরসুমের শেষ দিকে এসে কাফ মাসলের চোটে শেষ ছয় সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছিলেন বেল। যে সময় তাঁর জায়গা নিয়ে নেন ইস্কো। এমনকি শনিবার রাতে কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে য়ুভেন্তাসের বিরুদ্ধেও বেলকে প্রথম দলে রাখেননি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আন্তর্জাতিক ফুটবল মহলে ফিসফাস, আগামী মরসুমে মোনাকোর কিলিয়ান এমবেপে বা চেলসির এডেন অ্যাজারকে দলে চান রিয়াল কর্তারা। তাই বেল-কে বেশি গুরুত্ব দিতে নারাজ তাঁরা।

উল্টো দিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস জোসে মোরিনহো দুই প্রান্ত ধরেই খেলতে পারবেন এমন একজন ফুটবলারকে খুঁজছেন। য়ে কারণে তিনি প্রথমেই গ্রিজম্যানের ব্যাপারে আগ্রহী হয়েছিলেন। কিন্তু এর পরেই ক্লাব কর্তাদের তিনি বেলের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন বলে খবর। ফলে এক দিকে মোটা অর্থের প্রস্তাব, অন্য দিকে ব্রিটেনেই থাকার সুবিধা বেল ফেরাতে পারবেন না বলেই বিশ্বাস ম্যান ইউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement