প্যারিসে জবাব দেবে তাঁর দল, দাবি সোলসারের

ম্যান ইউ বুধবার প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে চায়। কিন্তু তাঁর সব চেয়ে বড় সমস্যা নির্বাসনের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না পল পোগবা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৫:৫৬
Share:

আশা: চমক দিতে পারে ম্যান ইউ, বিশ্বাসী সোলসার। ফাইল চিত্র

ঘরের মাঠে ০-২ হেরে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আবার মুখোমুখি হচ্ছে প্যারিস সাঁ জারমাঁর। এ বার খেলা প্যারিসে। ম্যান ইউ ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার ভাল করেই জানেন, এই ম্যাচে তাঁদের মারাত্মক আক্রমণাত্মক খেলতে হবে। কারণ ফিরতি ম্যাচের উপরই নির্ভর করছে এ বার তাঁদের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য। সোলসার বলেওছেন, ‘‘আবার দু’গোলে হার নয়। আমাদের লক্ষ্য থাকবে ৪-২ জয়। বেশির ভাগ ম্যাচে আমরা প্রথমার্ধে ভাল খেলতে পারছি না। প্যারিসে চেষ্টা করব ৪৫ মিনিটেই ১-০ এগিয়ে যাওয়ার।’’

Advertisement

ম্যান ইউ বুধবার প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে চায়। কিন্তু তাঁর সব চেয়ে বড় সমস্যা নির্বাসনের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না পল পোগবা। যিনি হালফিলে মাঝমাঠ থেকে কার্যত একাই দলকে খেলাচ্ছেন। সোলসারের আরও সমস্যা আছে। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত অ্যান্থনি মার্সিয়াল। একই কারণে প্যারিসে না খেলার সম্ভাবনা অ্যান্ডার এরেরা ও নেমাইয়া ম্যাটিচের। ফুটবল বিশ্লেষকেরা তাই ম্যান ইউয়ের ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনাই প্রায় দেখছেন না। তাঁদের বক্তব্য, একমাত্র অলৌকিক কিছু হলেই সেটা সম্ভব। সোলসার তবু বলছেন, ‘‘ওল্ড ট্র্যাফোর্ডে আমরা কিন্তু শেষ কুড়ি মিনিটে অন্তত দু’টো গোল করতেই পারতাম। বিশেষ করে একেবারে রক্ষণ থেকে ভিক্টর (লিন্ডেলফ) যে ভাবে দলটাকে খেলাচ্ছিল তাতে ২-২ হলেও হয়ে যেত পারত।’’

সোলসার প্যারিসেও লিন্ডেলফের উপর বেশি ভরসা করছেন। তাঁর কথা, ‘‘ও দলে থাকে মানে আমাদের শক্তি অনেক অনেক বেড়ে যাওয়া। শেষ কয়েকটা ম্যাচেই ও দারুণ খেলছে। আশা করছি প্যারিসেও হতাশ করবে না।’’ প্রসঙ্গত সোলসার দায়িত্ব নেওয়ার পরে ম্যান ইউ তাদের সব ক’টি অ্যাওয়ে ম্যাচে জিতেছে। ম্যান ইউ ম্যানেজার অবশ্য তার জন্য নিজে কৃতিত্ব নিতে রাজি নন। তাঁর কথা, ‘‘আমি না, যা কিছু সাফল্য তা ফুটবলারদের জন্যই এসেছে। ভাবছি, প্যারিসেই বা ওরা পারবে না কেন? বিশেষ করে যখন আমাদের রক্ষণ এত ভাল খেলছে। ছেলেদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও অভাব নেই। প্যারিসেও নিশ্চয়ই সেটা ওদের মধ্যে থাকবে। আমরা ওখানে বিশ্বসেরাদের সঙ্গে খেলব। তাই এই আত্মবিশ্বাসটাই আমার দরকার।’’

Advertisement

সোলসারের জন্য বড় খবর ফুটবলারদের উদ্বুদ্ধ করতে স্যর আলেক্স ফার্গুসন দলের সঙ্গে যাচ্ছেন প্যারিসে। ব্রিটিশ প্রচারমাধ্যমের কাছে অন্তত সে রকমই খবর। প্রসঙ্গত ফার্গুসনের সময় ১৯৯৮-৯৯ মরসুমে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে। এখনকার ম্যানেজার সোলসার তখন রেড ডেভিলসের ফুটবলার। পরিবর্ত হিসেবে নেমে তিনিই সে বার জয়ের গোল করেন। সোলসার বলেছেন, ‘‘স্যর দলের সঙ্গে থাকা মানে সব সময়ই একটা বাড়তি সুবিধা যোগ হয়। আমরা মাঠের বাইরে জেতার রণনীতি নিয়ে যা করার করব। কিন্তু মাঠে নেমে আসল কাজটা সেই ফুটবলারদেরই করতে হবে।’’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে

প্যারিস সাঁ জারমাঁ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (প্যারিস, রাত ১-৩০)।
এফসি পোর্তো বনাম রোমা (পোর্তো, রাত ১-৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন