মুরলীর কাছে দু’রকম স্পিন শিখছেন মনোজ

রঞ্জি ট্রফিতে তাঁকে তেমন বোলিং করতে না দেখা গেলেও ঘরোয়া ওয়ান ডে, টি-টোয়েন্টিতে নিয়মিত বোলিং করার পরিকল্পনা রয়েছে মনোজ তিওয়ারির। ভিভিএস লক্ষ্মণের কাছে ব্যাটিংয়ের পাঠ তো নিয়েছেন আগেই। ফলস্বরূপ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০৩:৪৪
Share:

মুরলীর নজরে বোলার মনোজ। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস

রঞ্জি ট্রফিতে তাঁকে তেমন বোলিং করতে না দেখা গেলেও ঘরোয়া ওয়ান ডে, টি-টোয়েন্টিতে নিয়মিত বোলিং করার পরিকল্পনা রয়েছে মনোজ তিওয়ারির। ভিভিএস লক্ষ্মণের কাছে ব্যাটিংয়ের পাঠ তো নিয়েছেন আগেই। ফলস্বরূপ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন তিনি। এ বার শহরে আসা স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনকে পেয়ে বোলিংয়ের ধার বাড়ানোর চেষ্টা শুরু করেছেন তিনি। শুধু বোলিংয়ের ধার বাড়ানো বললে ভুল হবে। মুরলীর কাছে প্রয়োজন অনুয়ায়ী অফ স্পিন ও লেগ স্পিন দু’রকমই যাতে করতে পারেন, সেই বিদ্যেও রপ্ত করছেন বাংলার অধিনায়ক।

Advertisement

মঙ্গলবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিএবি-র ভিশন ২০২০ শিবিরে স্পিন বোলিং কোচ মুথাইয়া মুরলীধরনের কাছে টিপস নিয়ে নিজের বোলিং ঝালিয়ে নিতে দেখা গেল মনোজকে। পরে বললেন, ‘‘রঞ্জিতে তেমন বল করিনি (মাত্র ১৪ ওভার, কোনও উইকেট নেই)। তবে ওয়ান ডে, টি-টোয়েন্টিতে নিয়মিত বল করার ইচ্ছে আছে। সে জন্যই এখন নিয়মিত প্র্যাকটিস করছি। মুরলী স্যরের কাছ থেকে টিপস নিয়ে দেখি এফেক্টিভ বোলিং করার চেষ্টা করব। অফ স্পিনটা তো করিই। এবার একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী ঘন ঘন লেগ স্পিন করারও ইচ্ছা আছে।’’

মনোজের সঙ্গে বাংলার প্রাথমিক দলে বাছাই হওয়া প্রায় সব ক্রিকেটারই এই শিবিরে প্র্যাকটিস করছেন। রয়েছেন কোচ সাইরাজ বাহুতুলেও। এ বার ওয়ান ডে-র আগে টি-টোয়েন্টি হয়ে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে। ৩১ জানুয়ারি আঞ্চলিক পর্ব শুরু করছে বাংলা। কলকাতাতেই হবে বাংলার সব ম্যাচ। ত্রিপুরা (৩১ জানুয়ারি), অসম (১ ফেব্রুয়ারি), ওড়িশা (৩ ফেব্রুয়ারি) ও ঝাড়খণ্ডের (৫ ফেব্রুয়ারি) বিরুদ্ধে ম্যাচ মনোজদের। প্রতি অঞ্চলের সেরাদের নিয়ে মূলপর্ব বা মুস্তাক আলি ট্রফি মুম্বইয়ে ১২ ফেব্রুয়ারি থেকে। জাতীয় ওয়ান ডে বা বিজয় হাজারে ট্রফিতে এ বার বাংলার গ্রুপে রয়েছে দুই রঞ্জি ফাইনালিস্টই। মুম্বই ও গুজরাত ছাড়াও আছে অন্ধ্র, গোয়া, রাজস্থান ও মধ্যপ্রদেশ। যা চেন্নাইয়ে হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। তার প্রস্তুতি বাংলা শুরু করে দিয়েছে এখন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন