দ্রুত মানিয়ে নিতে চান চেখিনাতো

ডেভিস কাপ খেলতে কলকাতায় চলে এল ইটালি। রবিবার সকালে কলকাতায় আসেন ইটালির খেলোয়াড়রা। মার্কো চেখিনাতো, আন্দ্রেয়া সেপ্পি ও সাইমন বোলেল্লি অস্ট্রেলীয় ওপেনে খেলে সরাসরি কলকাতায় আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০২:২০
Share:

আগমন: কলকাতা বিমানবন্দরে চেখিনাতো। রবিবার। নিজস্ব চিত্র

ডেভিস কাপ খেলতে কলকাতায় চলে এল ইটালি। রবিবার সকালে কলকাতায় আসেন ইটালির খেলোয়াড়রা। মার্কো চেখিনাতো, আন্দ্রেয়া সেপ্পি ও সাইমন বোলেল্লি অস্ট্রেলীয় ওপেনে খেলে সরাসরি কলকাতায় আসেন। বাকি খেলোয়াড় মাতেও বারেত্তিনি, থমাস ফাবিয়ানো ও নন প্লেয়িং ক্যাপ্টেন কোরাদো বারাজ়ুত্তি-সহ বাকি দল আসে ইটালি থেকে। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির কারণে হোটেলে ঢুকেই খেলোয়াড়দের ব্রেকফাস্ট টেবিলে ডেকে নেন দলের নন প্লেয়িং ক্যাপ্টেন বারাজ়ুত্তি। পরে সাউথ ক্লাবে কোর্ট দেখতে যান।

Advertisement

র‌্যাঙ্কিংয়ে তাঁদের এগিয়ে থাকা নিয়ে চেখিনাতো বলেন, ‘‘র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সুবিধার ব্যাপার অবশ্যই। কিন্তু তা ডেভিস কাপ জয়ের মাপকাঠি হতে পারে না। প্রতি বছরই একাধিক অঘটন ঘটে। কাজেই র‌্যাঙ্কিং ভাল থাকলে জিতে ফিরব, তা বলা যায় না।’’ চেখিনাতোকে মনে করিয়ে দেওয়া হয়, ঘাসের কোর্টে খেলার বিষয়টি। তাঁর মন্তব্য, ‘‘অস্ট্রেলিয়া ওপেনে হার্ডকোর্টে সদ্য খেলে এসেছি। ফরাসি ওপেনেও ক্লে কোর্টে খেলেছি। এখানে দ্রুত ঘাসের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। ’’

প্রয়াত কর্তা: চলে গেলেন আই এফ এ-র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সহ সচিব দেবু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিন বারের সন্তোষ ট্রফি জয়ী দলের ম্যানেজার ছিলেন তিনি। ফেডারেশনের বিভিন্ন পদেও ছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন