মর্গ্যানের চিন্তা বাড়াল রক্ষণ

প্র্যাকটিস ম্যাচেও গোল খেতে শুরু করা ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে উঠে গেল প্রশ্ন। এ দিন হাওড়া স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ৩-২ জিতলেও দু’টি গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ডিফেন্সকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০৩:০২
Share:

প্র্যাকটিস ম্যাচেও গোল খেতে শুরু করা ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে উঠে গেল প্রশ্ন। এ দিন হাওড়া স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ৩-২ জিতলেও দু’টি গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ডিফেন্সকে। যাতে নাকি বেশ বিরক্ত কোচ ট্রেভর জেমস মর্গ্যান। ম্যাচের পর ড্রেসিংরুমে তিনি ফুটবলারদের সাবধান করে দিয়েছেন এ রকম ভুল দ্বিতীয় বার না করার জন্য। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন রাহুল ভেকে, মহম্মদ রফিক এবং জিতেন মুর্মু।

Advertisement

কলকাতা লিগের আগে কম্বিনেশন তৈরির জন্য এ দিন ইস্টবেঙ্গলের পুরো টিমকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন মর্গ্যান। ৩০ মিনিট করে তিন পর্বের ম্যাচে কালাম অ্যাঙ্গাস সে ভাবে নজর কাড়তে পারেননি। তবে ভাল খেলেছেন অবিনাশ রুইদাস আর নিখিল পূজারি। মর্গ্যান অবশ্য প্রকাশ্যে টিম নিয়ে বলেছেন, ‘‘আমার টিম তো ভালই খেলেছে।’’ অর্ণব মণ্ডল জ্বরের জন্য প্র্যাকটিসে আসেননি। কেভিন লোবোর চোট পুরো সারেনি। তিনি গোয়াতেই। সম্ভবত কলকাতা লিগের শুরুতে থাকবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement