গতির ঝড়ে ইংল্যান্ডের নায়ক উড, আহত পল

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের সকালেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন কিমো পল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩২
Share:

দুরন্ত: সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছে ইংল্যান্ডের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে এ ভাবেই বিস্ময় ক্যাচ নিলেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার স্টুয়ার্ট ব্রড। পিছন দিকে শরীর ঝুঁকিয়ে এক হাতে লুফে নিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান আলজারি জোসেফের তোলা ক্যাচ। সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংসে এগিয়ে জয়ের আশা জাগিয়েছে ইংল্যান্ড। এএফপি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের সকালেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন কিমো পল।

Advertisement

দিনের চতুর্থ ওভারেই চোট পান পল। জো ডেনলির কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে আচমকাই পেশিতে টান লাগে তাঁর। তখনই তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ শিবিরের তরফে জানানো হয়েছে, চোট তেমন গুরুতর না হলেও খুব সম্ভবত তিনি এ দিন আর মাঠে নামবেন না। সোমবার দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ২৫৫-৪। সব িমলিয়ে এগিয়ে ৩৭৮ রানে।

এ দিকে, রবিবার সেল্ট লুসিয়ার সবুজ উইকেটে ক্যারিবিয়ান ইনিংসে ভাঙন ধরালেন ইংল্যান্ডের ডান হাতি পেসার মার্ক উড। ৪১ রানে তুলে নেন পাঁচ উইকেট। টেস্টে প্রথম বার পাঁচ উইকেট নিয়ে উল্লসিত উড। বলেছেন, ‘‘এর আগেও জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছি। এত দিনে নিজেকে ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে প্রমাণ করতে পেরে আনন্দ হচ্ছে।’’ চোটের কারণে অনেকটা সময় উডকে বাইরে থাকতে হয়েছিল। তিনি বলছেন, ‘‘নিজেকে বলতাম, অন্ধকার দিন সরে গিয়ে নতুন সকাল আসবেই। সেই সকালটা অবশেষে উপস্থিত হল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement