গুরু ল্যাঙ্গার, ছাত্র গম্ভীর

ভারত যখন বাংলাদেশে ওয়ান ডে সিরিজ হারছে, গৌতম গম্ভীর পৌঁছে যান পারথে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের থেকে কোচিং নিতে।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০২:১৭
Share:

—ফাইল চিত্র।

ভারত যখন বাংলাদেশে ওয়ান ডে সিরিজ হারছে, গৌতম গম্ভীর পৌঁছে যান পারথে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের থেকে কোচিং নিতে। গম্ভীর বলেছেন, ‘‘আমি এমন এক জনকে কোচ হিসেবে চাইছিলাম যে আমার খেলাটা বুঝতে পারবে। ল্যাঙ্গারকেই সেরা লোক মনে হয়েছে। তাই এসেছি।’’ ভারতীয় দলে ফিরে আসার লক্ষ্যেই যে তিনি তৈরি হচ্ছেন, তাও বলেছেন গম্ভীর, ‘‘আমার খেলাটার উন্নতি করতে চাই। আমার বয়স এখন ৩৩। খিদেটা আছে। দেখা যাক কী হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement