Sports News

কোহালিকে নকল করতে গিয়ে ক্যামেরায় ধরা দিলেন ম্যাক্সওয়েল

সব ঠিকই ছিল। অনেকদিন পর ফিরেছেন টেস্ট ক্রিকেটে। প্রথম দিন সেঞ্চুরিও করেছেন। সেই গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় দিন হঠাৎই কোহালির চোটের সেই দৃশ্য নকল করে বসলেন খেলা চলার মধ্যেই। আর সেই ঘটনা ধরা পড়ে গেলে ক্যামেরায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ২০:৩৮
Share:

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: পিটিআই।

সব ঠিকই ছিল। অনেকদিন পর ফিরেছেন টেস্ট ক্রিকেটে। প্রথম দিন সেঞ্চুরিও করেছেন। সেই গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় দিন হঠাৎই কোহালির চোটের সেই দৃশ্য নকল করে বসলেন খেলা চলার মধ্যেই। আর সেই ঘটনা ধরা পড়ে গেলে ক্যামেরায়। বৃহস্পতিবার তৃতীয় টেস্টের প্রথম দিনই যখন মিড অনে ফিল্ডিং করছিলেন একটি বাউন্ডারিমুখি বল ধরতে গিয়ে ডান হাতে চোট পান বিরাট কোহালি। যদিও বাউন্ডারি বাঁচিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ব্যাথায় দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেননি। তৃতীয় দিন ব্যাট করতে নামেন। কিন্তু ছ’রান করে ফিরে যান প্যাভেলিয়নে।

Advertisement

আরও খবর: আবার ফেল বিরাটের ব্যাট, ৫ ইনিংসে মোট রান ৪৬

শনিবার ৮০.৩ ওভারের ঘটনা। একটি বাউন্ডারির বল ঝাপিয়ে বাঁচান ম্যাক্সওয়েল। আগের দিন যে ভাবে বাঁচিয়েছিলেন বিরাট। তার পরই উঠে অন্য হাত দিয়ে ব্যথা জায়গাটা চেপে ধরেছিলেন। এদিন বাউন্ডারির বল বাঁচিয়ে উঠে একই ভাবে ভ্যাঙালেন ম্যাক্সওয়েল। তার পর নিজেই হেসে ফেললেন। পুরোটাই ধরা পড়ল ক্যামেরায়। ভারত-অস্ট্রেলিয়ার মাঠের বাইরের ক্রিকেট যুদ্ধ চিরকালীন। এ বার শুরু থেকেই চলছে। সেটা বড় আকাড় নেয় বেঙ্গালুরু টেস্টের পর। যখন স্মিথকে ঘুরিয়ে ‘চিট’ বলেন কোহালি। ডিআরএস নিয়ে ঝামেলা পৌঁছয় আইসিসিতেও। এ বার কোহালির চোট নকল করে ম্যাক্সওয়েল আবার প্রমাণ করে দিলেন সেই লড়াই অব্যহত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement