ফাইনালে ভারত ‘এ’

ময়ঙ্ক অগ্রবাল ও মণীশ পাণ্ডের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৩৪ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গেল ভারত ‘এ’।

Advertisement
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:২৯
Share:

ময়ঙ্ক অগ্রবাল ও মণীশ পাণ্ডের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৩৪ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গেল ভারত ‘এ’। ময়ঙ্ক ১৩৩ বলে করেন ১৭৬ রান, ৮৫ বলে ১০৮ রান করে অপরাজিত মণীশ। দ্বিতীয় উইকেটে এই দু’জনের ২০৩ রানের পার্টনারশিপের জোরে ৩৭১-৩ তোলে ভারত। দক্ষিণ আফ্রিকার কাজ তখনই প্রায় অসম্ভব হয়ে যায়। ফাইনালে উঠতে তাদের ওই রান তুলতে হত ১৭৫ বলে। ওপেনার কুইন্টন ডি কক অবশ্য ৮৬ বলে ১১৩ করে একটা লড়াই চালিয়েছিলেন। তিনি ফেরার পর রিজা হেনড্রিক্স (৭৬) ও খায়া জোন্ডো (৮৬) চেষ্টা চালান। কিন্তু তাতেও ৫০ ওভারে ৩৩৭-৬ তুলে শেষ করে দক্ষিণ আফ্রিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন