Cricket

বড় রান না করতে পারার আক্ষেপ যাচ্ছে না মায়াঙ্কের

মেলবোর্ন টেস্টে অভিষেক ঘটানো মায়াঙ্ক আগরওয়াল বৃহস্পতিবারও দুর্দান্ত ব্যাট করেছেন। তবে, আরও একবার শতরানের খুব কাছ থেকে ফিরতে হওয়ায় কর্নাটকের এই ওপেনার নিজেও বেশ হতাশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৯:২৫
Share:

ফের হাতছাড়া শতরান। হতাশ মায়াঙ্ক। ছবি: এএফপি

সিডনি টেস্টের প্রথম দিনেই যথেষ্ট ভাল জায়গায় ভারত। চলতি বর্ডার-গাওস্কর ট্রফি মুঠোয় আনতে গেলে এসসিজি—তে ড্র করলেই চলবে ভারতের। তবে, বিরাট কোহালিরা যে রকম দুরন্ত ছন্দে রয়েছেন তাতে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টেও জয় ছাড়া অন্য কিছু নিয়েই ভাবছেন না ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

মেলবোর্ন টেস্টে অভিষেক ঘটানো মায়াঙ্ক আগরওয়াল বৃহস্পতিবারও দুর্দান্ত ব্যাট করেছেন। তবে, আরও একবার শতরানের খুব কাছ থেকে ফিরতে হওয়ায় কর্নাটকের এই ওপেনার নিজেও বেশ হতাশ। প্রথম দিনের খেলা শেষের পর মায়াঙ্ক বললেন, “সত্যিই খুব হতাশ। শুরুটা দারুণ ভাবে করেও বড় রান করতে পারলাম না। তবে, এগুলোই তো আমার কাছে শিক্ষণীয়। এই একই ভুল পরবর্তীতে যেন আর না করি, সে ব্যাপারে আমাকে সতর্ক করে দেবে এ দিনের আউট। আসলে নেথান লায়নের ওপর দাপট দেখাতে চেয়েছিলাম। সে জন্যই উইকেটটা ছুঁড়ে দিয়ে আসতে হল। আবার বলছি, ভীষণই হতাশ।’’

এমসিজি টেস্টের দুই ইনিংসেই চোখে পড়ার মতো ব্যাট করেছিলেন। সিডনিতেও প্রথম দিনের শুরু থেকেই অজি বোলারদের ওপর কর্তৃত্ব করে গিয়েছেন। লোকেশ রাহুল কম রানে আউট হওয়ার পর ভারতীয় ইনিংসকে নির্ভরতা দেওয়ার কাজটি করে গিয়েছেন এই সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১১৬ রান যোগ করেছিলেন। এই জুটিই ভারতকে আরও মজবুত অবস্থানে নিয়ে যায়।

Advertisement

আরও পড়ুন: গোলাপি গ্রিপ আর গ্লাভসে ম্যাকগ্রার মানবিক উদ্যোগের শরিক কোহালি

আরও পড়ুন: ছাত্র শতরান হাতছাড়া করায় হতাশ মায়াঙ্কের কোচ

পূজারার সঙ্গে সেই জুটি নিয়ে মায়াঙ্ক বললেন, “সাধারণত প্রতিটি উইকেট পড়ে যাওয়ার পর আমরা আলোচনা করে ঠিক করে নিই উইকেটে এসে থিতু হতে হবে। গড়ে তুলতে হবে নতুন পার্টনারশিপ। পূজারার সঙ্গেও সে ভাবেই কথা হয়েছিল। শরীর থেকে বাইরের বল সে ভাবে খেলব না। তবে, কোনও ভাবেই উইকেট ছুঁড়ে দেওয়া চলবে না। যদি আমরা তাড়াতাড়ি রান তুলতে না পারি তা-ও ঠিক আছে। কিন্তু ইনিংসের ভিত মজবুত করতে পার্টনারশিপ গড়ে তুলতেই হবে।’’

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন