Sports News

উইকেটকিপারদের চোখ বাঁচাতে বেল বদলের ভাবনায় এমসিসি

বেল রীতিমতো আতঙ্কের বিষয় উইকেট কিপারদের জন্য। কখন যে ছিটকে এসে আঘাত করবে কেউ জানে না। এরকম একাধিক উদাহরণ রয়েছে বিশ্ব ক্রিকেটে। চোখে বেল লেগে ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছে অনেকের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ১৯:০৯
Share:

বেল রীতিমতো আতঙ্কের বিষয় উইকেট কিপারদের জন্য। কখন যে ছিটকে এসে আঘাত করবে কেউ জানে না। এরকম একাধিক উদাহরণ রয়েছে বিশ্ব ক্রিকেটে। চোখে বেল লেগে ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছে অনেকের। এ বার বেল নিয়ন্ত্রণে নামল মেরিলেবন ক্রিকেট ক্লাব। বেল বদলাতে হলে বদল করতে হবে আইনের। দুটো সংস্থা এমর বেল বানানোর কথা জানিয়েছে যেটা থেকে আর ক্ষতিগ্রস্থ হবেন না উইকেট কিপাররা। দক্ষিণ আফ্রিকা ও ইউকের দুটো সংস্থা বেলের নতুন নমুনাও জমা দিয়েছে। যেখানে নিয়ন্ত্রন করা হবে বেলের গতি। সেই দুই সংস্থা এখনও এর উপর কাজ করছে। সবটা হয়ে গেলে, আইসিসির অনুমতির জন্য পাঠানো হবে। যার জন্য ৮.৩.৪ আইনে পরিবর্তন আনতে হবে।

Advertisement

আরও খবর: জীবনের ভুল থেকে শিখেই সাফল্য, জাতীয় দলের স্বপ্নে সঞ্জু স্যামসন

ইউকের সংস্থা যে নমুনা দিয়েছে তাতে থাকবে যাতে বেলের মধ্যে দুটো ফুটো থাকবে। যে অফ ও লেগ স্টাম্পের সঙ্গে লাগোনো থাকবে। এর সঙ্গে থাকবে হালকা কাপড় দিয়ে আটকানো একটি বল। আর সেই বেল স্টাম্প থেকে ছিটকে তিন ইঞ্চির বেশি যাবে না। অতীতে বার বার দেখা গিয়েছে উইকেটকিপাররা বেলের আঘাতে দৃষ্টি হারিয়েছেন। ২০১২র ঘটনা। ইংল্যান্ড ট্যুরে গিয়ে বেলের আঘাতে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার মার্ক বাউচারের বাঁ চোখে আঘাত লাগে। এর পর দীর্ঘ অস্ত্রোপচারও হয়। কিন্তু খেলায় ফিরতে পারেননি। অবসর নিতে বাধ্য হন। বাংলা তথা ভারতের হয়ে খেলা উইকেটকিপার সাবা করিমেরও ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছিল একইভাবে ডান চোখে বেলের আঘাত লেগে। অনিল কুম্বলের বল ছিল। মহেন্দ্র সিংহ ধোনিও বাদ জাননি বেলের আঘাত থেকে। বেল বদলালে যদি বেঁচে যায় উইকেটকিপারদের চোখ তাহলে মন্দ কী। সেই পথেই হাঁটতে চাইছে এমসিসি।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন