নিয়ম ভাঙলে ক্রিকেটেও লাল কার্ড

এত দিন ফুটবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের মতো খেলায় ছিল। এ বার ক্রিকেটেও চালু হতে পারে লাল কার্ড। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অক্টোবরেই যে আইন চালু হয়ে যাবে ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে।

Advertisement

মুম্বই

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫
Share:

এত দিন ফুটবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের মতো খেলায় ছিল। এ বার ক্রিকেটেও চালু হতে পারে লাল কার্ড। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অক্টোবরেই যে আইন চালু হয়ে যাবে ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে। সে রকমই সুপারিশ করেছে এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। এই সুপারিশ এ বার এমসিসি-র প্রধান কমিটির কাছে যাবে।

Advertisement

সুপারিশটা কী? মাঠে বড়সড় শৃঙ্খলাভঙ্গ করলে দোষী ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে ম্যাচ থেকে বের করে দিতে পারবেন ফিল্ড আম্পায়াররা।

কী রকম শৃঙ্খলাভঙ্গ? আম্পায়ারকে হুমকি, অন্য কোনও ক্রিকেটার, আম্পায়ার, অফিসিয়াল বা দর্শককে মাঠে শারীরিক নিগ্রহ বা যে কোনও হিংসাত্মক কাজে জড়ালে। মুম্বইয়ে মঙ্গল ও বুধবার বৈঠকের পর কমিটি জানিয়েছে, ‘‘ক্রিকেটে খারাপ ব্যবহার করলে মাঠে শাস্তি দেওয়ার কোনও আইন নেই। ক্যাপ্টেন চাইলে প্লেয়ারদের মাঠ ছেড়ে উঠে আসার কথা বলতে পারে। কিন্তু আম্পায়ারদের সে রকম কোনও অধিকার নেই। তাই ক্রিকেটে এমন একটা শাস্তি আনার দরকার ছিল যেটা দোষী ক্রিকেটার আর তার দলের উপর সেই ম্যাচে প্রভাব ফেলবে।’’

Advertisement

পাশাপাশি কমিটি ব্যাটের মাপ ও ব্যাটের ঘনত্বের সীমা বেঁধে দেওয়ারও সুপারিশ করেছে। সর্বাধিক ৪০ মিলিমিটার ব্যাট চওড়া করা যাবে আর ব্যাটের ঘনত্ব সর্বাধিক হতে পারে ৬৭ মিমি। বর্তমান নিয়ম অনুযায়ী ফিল্ডার বা উইকেটকিপারের হেলমেটে লাগলে ক্যাচ বা স্টাম্প গ্রাহ্য হয় না। এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির এ ব্যাপারে নতুন সুপারিশ— বল যদি ফিল্ডার বা উইকেটকিপারের হেলমেটে লেগে ফিল্ডারের হাতে যায় বা ফিল্ডার বা উইকেটকিপারের হেলমেটের গ্রিলে আটকে যায় তা হলে ক্যাচ হিসেবে ধরা হবে। যেমন বর্তমান আইন অনুযায়ী বল উইকেটকিপারের প্যাডের ফাঁকে বা ফিল্ডারের প্যান্টের পকেটে বা সোয়েটারে আটকে গেলে ক্যাচ বলে গ্রাহ্য হয়, ঠিক তেমনই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন