Mehtab Hossain

আইএসএলের ড্রাফটিংয়ে মেহতাব হোসেন

ইস্টবেঙ্গল ছাড়লেও লাল-হলুদ সমর্থকরা যে চিরদিন তাঁর হৃদয় থাকবে তাও এ দিন মনে করিয়ে দেন মেহতাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২১:৩১
Share:

মেহতাব হোসেন।—ফাইল চিত্র

সরাসরি নয় এ বার ড্রাফটিংয়ের মাধ্যমেই আইএসএল-এর দল পেতে চাইছেন মেহতাব হোসেন। ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার্সে। দু’বারের রানার্স দলের হয়ে এ বারও খেলার কথা থাকলেও সরাসরি সেই দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন না দেশের সেরা এই মিডিও।

Advertisement

মঙ্গলবার আইএসএলের ড্রাফটিংয়ে অংশ নেওয়ার কথা জানিয়ে দিলেন তারকা এই ফুটবলার। এ দিন ফোনে মেহতাব বলেন, “আই লিগের কোনও ক্লাবে খেলছি না। আইএসএলের কেরালা ব্লাস্টার্সে কথা হলেও সেখানে কিছু চূড়ান্ত হয়নি। আইএসএলের ড্রাফটিংয়ে আমি অংশ নেব।”

আরও পড়ুন: আদর্শকে পেয়ে ভুলতে চাইলেন ভারতের কাছে হারের জ্বালা!

Advertisement

আই লিগকে বিদায় জানিয়ে আইএসএলে খেলার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন দেশের অন্যতম সেরা মিডফিল্ডার মেহতাব হোসেন। মরসুম শেষে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো আই লিগের কোনও দলে না গিয়ে আইএসএলে খেলার সিদ্ধান্ত নিলেন মেহতাব।

অন্য দিকে, ইস্টবেঙ্গল ছাড়লেও লাল-হলুদ সমর্থকরা যে চিরদিন তাঁর হৃদয় থাকবে তাও এ দিন মনে করিয়ে দেন মেহতাব। তিনি বলেন, “ইস্টবেঙ্গল ছাড়লেও লাল-হলুদ সমর্থকদের ভোলা সম্ভব নয়। তাঁদের থেকে যা সম্মান ভালবাসা পেয়েছি তা সারা জীবন মনে রাখব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement