ঐশ্বরিক ফুটবল, অলৌকিক উৎসব

মেসি ম্যাজিকে ফের উত্তাল ফুটবল দুনিয়া। রবিবার রাতে রুদ্ধশ্বাস এল ক্লাসিকো জেতে বার্সেলোনা। পিছিয়ে পড়েও দুর্ধর্ষ প্রত্যাবর্তনে তারা ৩-২ হারায় রিয়াল মাদ্রিদকে। তিনটি গোলের দু’টি করেন মেসি। শেষেরটি শেষ মুহূর্তে করা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০৪:০৪
Share:

এল ক্লাসিকোতে জোড়া গোলে নায়ক সেই লিও মেসি। রবিবার রাতে। ফাইল চিত্র

মেসি ম্যাজিকে ফের উত্তাল ফুটবল দুনিয়া। রবিবার রাতে রুদ্ধশ্বাস এল ক্লাসিকো জেতে বার্সেলোনা। পিছিয়ে পড়েও দুর্ধর্ষ প্রত্যাবর্তনে তারা ৩-২ হারায় রিয়াল মাদ্রিদকে। তিনটি গোলের দু’টি করেন মেসি। শেষেরটি শেষ মুহূর্তে করা।

Advertisement

মাঠের ঐশ্বরিক পারফরম্যান্স তো ছিলই, তার সঙ্গে মেসির উৎসবও অলৌকিক আখ্যা পেয়ে গিয়েছে। জয়সূচক গোলটি করার পরেই জার্সি খুলে গ্যালারির দিকে সেটিকে তুলে ধরে দেখিয়েছিলেন তিনি। যেন রোনাল্ডোদের বের্নাবাউকে মনে করিয়ে দেওয়া— আমার নাম মেসি, আমি বার্সেলোনার দশ নম্বর!

প্রথমে দু’হাতে ধরে থাকলেও পরে একটি ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে ধরে থাকলেও জার্সিটি সোজা রয়েছে। টুইটারে সেই ছবি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। আলোচনা চলছে, মেসির সত্যিই অলৌকিক শক্তি আছে কি না। মুখ ফেটে যাওয়ার পরেও তাঁর খেলা দেখে অনেকের অলৌকিকই মনে হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ভোর পর্যন্ত পার্টি, কাটা হল আরসিবি কেক

নায়ক: শুশ্রূষা চলছে আহত মেসির। রক্তাক্ত হয়েও চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফুল ফোটালেন মাঠে।

মেসি নিজে যদিও ফেসবুকে লিখেছেন, ‘আমরা বের্নাবাউতে জিততে চেয়েছিলাম যাতে ট্রফির লড়াইয়ে থাকতে পারি। আমাদের এখন সব ম্যাচ জিততে হবে।’ ঐশ্বরিক পারফরম্যান্স, অলৌকিক সেলিব্রেশন এবং পাঁচশো গোলের মাইলস্টোন ছুঁয়েও তিনি মাটির মানুষ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement