প্যারাগুয়ে বধে মেসিকেও শুরু থেকে ঝাঁপাতে হবে

গ্রুপে আর্জেন্তিনাকে আটকে দিয়েছিল প্যারাগুয়ে। কীসের শক্তিতে? সেমিফাইনালে আর্জেন্তিনা তার কী প্রতিষেধক বার করতে পারে? খুঁজে দেখলেন সুব্রত ভট্টাচার্য। প্যারাগুয়ের শক্তি: সেন্টার ব্যাকরা বেশি ফাইনাল ট্যাকলে যায় না। ওরা ডিপ থেকে খেলতে ভালবাসে। আর্জেন্তিনার পাল্টা: বলের উপর পজেশন রাখার ক্ষমতা। ছোট ছোট পাস খেলে ফাঁকা জায়াগা টার্গেট করতে পারে। তবে আগেরো-মেসিদের হোল্ড আপ প্লে ভাল করতে হবে। মেসির সবথেকে বড় গুণ তিন চার জন থাকলেও বল নিয়ে বেরিয়ে যেতে পারে। যেটা যে কোনও ডিফেন্স ভেঙে দিতে পারে।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০৩:২৫
Share:

কোপা সেমিফাইনালে আর্জেন্তিনা বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ের শক্তি
সেন্টার ব্যাকরা বেশি ফাইনাল ট্যাকলে যায় না। ওরা ডিপ থেকে খেলতে ভালবাসে।

আর্জেন্তিনার পাল্টা
বলের উপর পজেশন রাখার ক্ষমতা। ছোট ছোট পাস খেলে ফাঁকা জায়াগা টার্গেট করতে পারে। তবে আগেরো-মেসিদের হোল্ড আপ প্লে ভাল করতে হবে। মেসির সবথেকে বড় গুণ তিন চার জন থাকলেও বল নিয়ে বেরিয়ে যেতে পারে। যেটা যে কোনও ডিফেন্স ভেঙে দিতে পারে।

প্যারাগুয়ের শক্তি
জোনাল মার্কিং। মিডফিল্ডে পাঁচ জনকে নামিয়ে ভিড় বাড়ানো। মেসির পিছনে এক জন থাকবে। বাকি দু’জন সাপোর্টে যাবে।

Advertisement

আর্জেন্তিনার পাল্টা

Advertisement

ফরোয়ার্ডে প্লেয়াররা জায়গা বদল করে খেলে। দি’মারিয়া-মেসিরা বারবার মাঝমাঠ আর উইংয়ে জায়গা বদল করে। যাতে কাউকে মার্ক করা সম্ভব না হয়। তবে পাস্তোরোকে দ্রুত নড়াচড়া করতে হবে, বেশি করে বল সাপ্লাই করতে হবে।

প্যারাগুয়ের শক্তি

মেসিকে এক দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। যাতে ওর সঙ্গে বাকিদের কম্বিনেশনটা না হয়। প্রথম ম্যাচে যেটা করেছিল।

আর্জেন্তিনার পাল্টা

আগেরো আর পাস্তোরেকে আরও বেশি করে সাপোর্টে আসতে হবে। এমন অনেক সময় হচ্ছে মেসি বল পাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। মেসিকে সাপোর্ট দিতে বিগলিয়া-মাসচেরানোদের নিশ্চয়ই আলাদা নির্দেশ দেওয়া হবে।

প্যারাগুয়ের শক্তি

প্যারাগুয়ের সবথেকে বড় অস্ত্র এরিয়াল ফুটবল। ওদের ফুটবলাররা শূন্যে খুব শক্তিশালী। সেট পিস থেকে বিপদে ফেলে বিপক্ষকে।

আর্জেন্তিনার পাল্টা

ওটামেন্ডি-গ্যারের উচ্চতা ভাল। সেট পিসে ওদের উপরেই দায়িত্ব থাকবে ‘লম্বা’ প্যারাগুয়েকে শান্ত রাখার। লম্বা পাস বলতে উইং থেকে ক্রস দেয় প্যারাগুয়ের ফুটবলাররা। সেই ক্রসগুলো বন্ধ করতে হবে রোখো-জাবালেতাকে। কড়া ট্যাকল করতে হবে।

প্যারাগুয়ের শক্তি

আর্জেন্তিনার মতো প্যারাগুয়ের অত স্কিল নেই। তবে ওয়ার্কলোড দিয়ে পুষিয়ে দেয়। তার উপর রোকে সান্তা ত্রুজ খুব অভিজ্ঞ স্ট্রাইকার। ও থাকা মানে ঠিক সুযোগ তৈরি করে নেবে।

আর্জেন্তিনার পাল্টা

আর্জেন্তিনা নিশ্চয়ই প্রথম থেকে ঝাঁপাবে। এই প্যারাগুয়ে দলটাকে শুরু থেকেই ধাক্কা দিতে হবে। প্যারাগুয়ের পাওয়ার গেমের বিরুদ্ধে আরও বেশি আগ্রাসী হতে হবে আর্জেন্তিনাকে। মেসিদের রিজার্ভ বেঞ্চ ভাল। দ্বিতীয়ার্ধের জন্য নিশ্চয়ই ভাল কাউকে রেখে দেবেন কোচ। আর সান্তা ক্রুজকে আটকাতে হলে বেশি হাই লাইন রাখলে চলবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন