নতুন বছরে পাঁচকেও ছাপিয়ে যেতে চান মেসি

শুরু হয়েছিল রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার দিয়ে। শেষ হল পাঁচটা ট্রফি আর লিও মেসির ৫০০ দিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০৩:৪৬
Share:

মেসির পাঁচশোর পর ড্রেসিংরুমে এমএসএন।

শুরু হয়েছিল রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার দিয়ে। শেষ হল পাঁচটা ট্রফি আর লিও মেসির ৫০০ দিয়ে।

Advertisement

এমনটাই ২০১৫-র বার্সেলোনা।

বুধবার রাতে লা লিগায় রিয়াল বেটিসকে ৪-০ উড়িয়ে দিল বার্সা। কাতালান ক্লাবের জার্সিতে নিজের প্রথম ম্যাচের মতোই ৫০০তম ম্যাচেও তাঁর অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ বজায় রাখলেন মেসি। গোলও উপহার দিলেন অগুণতি ভক্তকে।

Advertisement

খাতায়-কলমে বরাবর এটা বার্সার জন্য একটা সাধারণ ম্যাচ ছিল। তবে বার্সা জার্সিতে মেসির ৫০০তম ম্যাচের কারণে রিয়াল বেটিস লড়াইটা গত রাতে অন্য মাত্রা নেয়। মেসি-ভক্তদের আশা ছিল, বার্সেলোনার রাজপুত্র হ্যাটট্রিকে উদযাপন করবেন ৫০০। মেসির তিন হয়তো হল না এই মাইলফলক ম্যাচে। তবে নিজের ৪২৪তম গোল করলেন এলএম টেন। মহাসতীর্থের মাইলফলক ম্যাচের উৎসবে যোগ দিলেন লুইস সুয়ারেজ-ও। জোড়া গোল করে। গোটা বছরে ভয়ঙ্কর এমএসএন ত্রিভূজের গোলসংখ্যা দাঁড়াল ১৩৭। গত রাতের অন্য গোল বেটিসের ওয়েস্টারম্যানের আত্মঘাতী।

৫০০তম ম্যাচে সহজ জয়ের সৌজন্যে বছর শেষ করে মেসির মুখেও হাসি। বলে দিলেন, ‘‘দুর্দান্ত বছর গেল। এ রকম ভাবেই শেষ করতে চেয়েছিলাম।’’ ৪-০ জিতেছেন। বার্সাও লা লিগার শীর্ষে। তাতেও অবশ্য নিজেদের পারফরম্যান্সকে দশে দশ দিচ্ছেন না মেসি। বলছেন, ‘‘আমরা ছুটি কাটিয়ে ফিরেছিলাম। তাই ছন্দ একটু হারানো স্বাভাবিক। তার উপর আবার সদ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ করেছি বলে একটু অসুবিধে হয়েছে এই ম্যাচে।’’

ফেলে আসা বছরে স্প্যানিশ ত্রিমুকুট-সহ জিতেছেন পাঁচ ট্রফি। হয়ে উঠেছেন ব্যালন ডি’অর জেতার ফেভারিট। তা হলে মেসির নতুন বছরের সংকল্প কী? মেসি বলেছেন, ‘‘আমাদের দারুণ দল। তাই জিতেই চলতে চাই। আরও ট্রফি জিততে চাই। জানি পরের বছর এ রকম সাফল্য ধরে রাখা কঠিন হবে। কিন্তু আমরা সব সময় চেষ্টা করব।’’

১৮০ গোলের সাহায্যে এক বছরে রেকর্ড সংখ্যক গোল করার নজির গড়ল এ বার বার্সা। রিয়াল বেটিস ম্যাচ শুরুর আগে ঘরের মাঠ ন্যু কাম্পে পাঁচ ট্রফির সামনে গ্রুপ ছবি তোলে টিম বার্সেলোনা। মাঠের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও এমন এক সফল বছরকে বিদায় জানান দলের অনেক ফুটবলার বিভিন্ন পোস্ট করে। গোলকিপার ক্লডিও ব্র্যাভো যেমন পোস্ট করেন, ‘‘দুর্দান্ত ভাবে বছর শেষ করলাম। আরও অনেক কিছুর জন্য লড়াই করতে হবে।’’ আন্দ্রে ইনিয়েস্তার পোস্ট ছিল, ‘‘খুব স্পেশ্যাল একটা বছরকে জয় দিয়ে বিদায় জানালাম। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। সের্গি রবের্তো আবার বার্সার ২০১৫-র নির্যাস এক কথাতেই লিখেছেন— ‘‘পাঁচ।’’

রেফারিকে হুমকি: খারাপ রেফারিংয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দিল রিয়াল সোসিয়েদাদ। বুধবার রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ১-৩ হারে সোসিয়েদাদ। যে হারের জন্য রেফারি জোসে লুইস গঞ্জালেজ-কে কাঠগরায় দাঁড় করালেন ক্লাব কর্তারা। রেফারির রিপোর্ট অনুযায়ী প্রথমার্ধে রিয়ালকে পেনাল্টি দেওয়ার জন্য বিরতিতে নাকি সোসিয়েদাদ প্রেসিডেন্ট জোকিন আপেরিবায় রেফারির ড্রেসিংরুমে ঢুকে গঞ্জালেজকে হুমকি দিয়ে বলেন, ‘‘এটা খুবই লজ্জাজনক। তুমি আমাদের হারাতে এসেছ। পুলিশের কাছে অভিযোগ করব।’’ তবে রিয়াল ম্যাচে রেফারির বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। রায়ো ভায়েকানো-কে দশ গল দেওয়ার দিনেও দলের কোচ পাকো জেমেজ বলেছিলেন, ‘‘স্প্যানিশ ফুটবলের এটা লজ্জা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন