ইডেন টেস্টে থাকছে ঢাক

মহালয়ার দিন শুরু হচ্ছে ইডেন টেস্ট। শহর সে দিন সকাল থেকেই মাতবে দেবীপক্ষ নিয়ে। সেই আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বার ঢাকের ব্যবস্থা করছে সিএবি। এক ঝাঁক ঢাকি থাকবেন ইডেনে।

Advertisement
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৩
Share:

মহালয়ার দিন শুরু হচ্ছে ইডেন টেস্ট। শহর সে দিন সকাল থেকেই মাতবে দেবীপক্ষ নিয়ে। সেই আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বার ঢাকের ব্যবস্থা করছে সিএবি। এক ঝাঁক ঢাকি থাকবেন ইডেনে। তাঁরা গ্যালারিতে ও গ্যালারির বাইরেও বিভিন্ন ব্লকে গিয়ে ঢাক বাজাবেন। টেস্টকে উৎসবমুখর করে তুলতে সিএবি-র বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি এটাও অন্যতম। বৃহস্পতিবার ইডেনের ইন্ডোরে আবার শুরু হচ্ছে ভিশন ২০২০-র শিবির। যেখানে থাকবেন শিবিরের স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন