ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে বলেছিল লক্ষ্মণ

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার অফার পেয়েছিলেন তিনি। এমনটাই জানিয়েছিলেন মাইকেল হাসি। তিনি তাঁর সদ্য প্রকাশিত বই ‘উইনিং এজ’ এ জানিয়েছেন, ২০১৫ সালে ভিভিএস লক্ষ্মণ তাঁকে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ২১:২২
Share:

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার অফার পেয়েছিলেন তিনি। এমনটাই জানিয়েছিলেন মাইকেল হাসি। তিনি তাঁর সদ্য প্রকাশিত বই ‘উইনিং এজ’ এ জানিয়েছেন, ২০১৫ সালে ভিভিএস লক্ষ্মণ তাঁকে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। যদিও অস্ট্রেলিয়ার এই তারকা প্লেয়ার তখন সেই অনুরোধ ফিরিয়ে দেন। কারণ, তিনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চেয়েছিলেন। হাসি লিখেছেন, ‘‘আমার কাচে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেরও ফোন আসে। আমাকে জাতীয় দলের সহকারি কোচ হিসেবে যোগ দিতে বলে। সঙ্গে এও বলে কয়েক মাসের মধ্যেই আমি হেড কোচও হয়ে যেতে পারব।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘ঠিক তার একসপ্তাহ পরে ভিভিএস লক্ষ্মণ আমার কাছে জানতে চায় আমি ভারতের কোচ হতে চাই কি না। দু’জনের জন্যই আমার উত্তর ‘না’ ছিল। কারণ যে সময়টা এতদিন পরিবারকে দিতে পারিনি সেটা দিতে চেয়েছিলাম। তবে দু’জনকেই বলেছিলাম এখনও মানসিকভাবে কোনও জাতীয় দলের হেড কোচ হওয়ার মতো মানসিকতা নেই।’’

এখনও ভারতীয় দলের কোনও কোচ নেই। ফ্লেচার যাওয়ার পর থেকে সেই দায়িত্ব সামলাচ্ছেন রবি শাস্ত্রী। সঙ্গে রয়েছে সঞ্জয় বাঙ্গাল, ভরত অরুণ ও আর শ্রীধর। টি২০ বিশ্বকাপ পর্যন্তই এই কোচিং গ্রুপের দায়িত্বে থাকার কথা।

Advertisement

আরও খবর

ফাইনালের আগে ভারতীয় বেঞ্চের পরীক্ষা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement