Sports News

শ্রীলঙ্কা সফরে ডেকে নেওয়া হল মিরাজকে

ছিলেন ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে। কলম্বো টেস্ট শেষে তাই তাঁকে ঢাকায়ও ফিরতে হয়েছিল। কিন্তু টিম ম্যানেজমেন্টের জরুরি বার্তা পেয়ে আবার শ্রীলঙ্কায় ফিরে যেতে হল মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডে সিরিজের দলে সপ্তদশ সদস্য হয়ে ঢুকেছেন এই তরুণ অফস্পিনার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ১৭:৩৪
Share:

মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত।

ছিলেন ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে। কলম্বো টেস্ট শেষে তাই তাঁকে ঢাকায়ও ফিরতে হয়েছিল। কিন্তু টিম ম্যানেজমেন্টের জরুরি বার্তা পেয়ে আবার শ্রীলঙ্কায় ফিরে যেতে হল মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডে সিরিজের দলে সপ্তদশ সদস্য হয়ে ঢুকেছেন এই তরুণ অফস্পিনার।

Advertisement

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত একজন অফস্পিনার চেয়ে পাঠানোতেই মিরাজকে দলে নেওয়া হয়েছে। বলেন, ‘‘শ্রীলঙ্কা দলে পাঁচ-ছ’জন বাঁ হাতি ব্যাটসম্যান। শুভাগত আছে, টিম ম্যানেজমেন্ট মনে করেছে, আর একজন অফস্পিনার দরকার হতে পারে। অফস্পিনাররা বাঁ হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর। তাই তাকে পাঠাচ্ছি।’’

দলে শুভাগত হোম চৌধুরী ছাড়াও আগে থেকেই ছিল আরও দু’জন অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

Advertisement

আরও খবর: অনুশীলন ম্যাচ হেরেও ওয়ানডেতে জয়ের স্বপ্ন দেখছেন মাশরাফিরা

শ্রীলঙ্কার মারকুটে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে হয়ত ডাকা হয়েছে মিরাজকে। তরুণ অফ স্পিনার টেস্ট সিরিজ শেষে ইমার্জিং কাপে খেলার জন্য দেশে ফিরেছিলেন। তার জায়গায় ওই টুর্নামেন্টে খেলবেন নাইম হাসান।

এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন মিরাজ। দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখনও খেলা হয়নি তার।

ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মোর্তাজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন