কামব্যাক ট্রফি কুম্বলেকে দিলেন সিরিজ সেরা মিশ্র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের পুরোটাই বসেছিলেন। স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তাঁর। এবং অমিত মিশ্র মনে করেন, ভারতীয় কোচ অনিল কুম্বলে না থাকলে হয়তো এমন কামব্যাক হত না তাঁর।

Advertisement
বিশাখাপত্তনম শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০৩:০৫
Share:

মা, তোমার জন্য। বিশাখাপত্তনমে মায়ের নাম লেখা জার্সিতে নামলেন ধোনি-বিরাটরা। ছবি: টুইটার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের পুরোটাই বসেছিলেন। স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তাঁর। এবং অমিত মিশ্র মনে করেন, ভারতীয় কোচ অনিল কুম্বলে না থাকলে হয়তো এমন কামব্যাক হত না তাঁর।

Advertisement

‘‘উনি যে মানসিক সমর্থনটা আমাকে দিয়েছেন, সেটা আমার কাছে বিশাল একটা ব্যাপার। টেস্ট সিরিজটা পুরো বসে ছিলাম আমি। কিন্তু অনিল ভাই আমাকে ক্রমাগত বলে গিয়েছেন, ভেবো না। তোমার সময়ও আসবে,’’ শনিবার সাংবাদিক সম্মেলনে বলছিলেন অমিত। ম্যাচে যাঁর পাঁচ উইকেট ভারতকে সিরিজ জিতিয়েছে। তাঁকেও দিয়েছে একের পর এক সম্মান। ম্যাচ সেরা, সিরিজ সেরার।

অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তাঁর বোলিংয়ে মুগ্ধ। ভারত অধিনায়ক পরে বলেও যান, ‘‘অমিতের পাঁচ উইকেট আমার দেখা অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।’’ সঙ্গে জুড়ে দেন, ‘‘এই ম্যাচে স্পিনাররা উইকেটের সাহায্য পেয়েছিল। এর আগে প্রতিটা ম্যাচে আমরা আগে বল করেছি। যখন উইকেটে ব্যাট করা সহজ হয়। এই ম্যাচে দুর্ধর্ষ করেছে বোলাররা। কিছুটা শিশির ছিল। কিন্তু স্পিনাররা যে গতিতে বল করল, অসাধারণ।’’ কিন্তু অমিত স্বয়ং মুগ্ধ ভারতীয় কোচে। অনিল কুম্বলেতে। ‘‘আমি যখনই নেটে বল করি, উনি এসে বলেন কী ভাবে আমাকে উন্নতি করতে হবে। যেমন ধরা যাক, সিম পজিশন কেমন হবে। এ সব উনি বলে দেন। আর শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও উন্নতি করতে বলেন অনিলভাই।’’

Advertisement

অমিত মনে করেন, কেরিয়ারের এই পর্বে তাঁর সামনে পারফর্ম করা ছাড়া আর কোনও উপায় নেই। সুয়োগ পাবেন কি পাবেন না, ভাবতে চান না। ভাবেন শুধু নিজের পারফরম্যান্স নিয়ে, যা তাঁর হাতে আছে। ‘‘যা আমার হাতে নেই তা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি আমি। আমি নিজের ফিটনেস আরও ভাল করতে পারি। ব্যাটিংয়ে উন্নতি করতে পারি। কিন্তু ঠিক করতে পারি না, ক’টা ম্যাচ খেলব। আমি তাই সুযোগ পেলে একশো শতাংশের বেশি দিতে চেষ্টা করি। নিজেকে সে ভাবেই তৈরি করেছি আমি।’’ বলে ভারতীয় লেগস্পিনারের সংযোজন, ‘‘আমার পারফর্ম করা ছাড়া উপায়ও বা কী? এটা তো ট্রেডমার্ক হয়ে গিয়েছে যে, অমিত বল করতে যাওয়া মানে উইকেট নিয়ে ফিরবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন