সুযোগ নষ্টের জন্য হার, মত সুনীলের

বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে ভারত গোল করার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ০২:৫৭
Share:

গোলের সুযোগ নষ্ট করাকেই দায়ী সুনীল ছেত্রী।—ছবি পিটিআই।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ০-২ হারের জন্য অসংখ্য গোলের সুযোগ নষ্ট করাকেই দায়ী করলেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

Advertisement

বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে ভারত গোল করার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। খেলার পরে হতাশ সুনীল বলেন, ‘‘হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আমিরশাহি খুব ভাল দল। ওরা সুযোগগুলো খুব ভাল কাজে লাগাতে পেরেছে, যা আমরা পারিনি। ম্যাচ জিততে গেলে সুযোগ কাজে লাগাতেই হবে। আমরা যদি সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতাম, তা হলে ছবিটা অন্য রকম হত।’’ এ দিন ম্যাচের প্রথমার্ধেই চারটি গোলের সুযোগ পায় ভারত। সুনীল নিজেও দু’টো সুযোগ নষ্ট করেন। তবে দলের পারফরম্যান্সে খুশি গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু। তিনি বলেছেন, ‘‘দু-তিনটে গোল আমরা আজ সহজেই করতে পারতাম। আমাদের কাছ থেকে এত ভাল পারফরম্যান্স বোধহয় কেউই আশা করতে পারেনি। সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত আমি।’’ পরের ম্যাচে বাহরিনের বিরুদ্ধে ড্র করলেও শেষ ষোলোর দৌড়ে রয়েছে ভারত। আশাবাদী সুনীল বলেেছন, ‘‘আমরা এখনও শেষ ষোলোয় ওঠার দৌড়ে আছি। দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ। লড়াই করার জন্য তৈরি। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাহরিনের বিরুদ্ধে আমরা সেটাই করতে চলেছি।’’ গুরপ্রীতও বলেছেন, ‘‘আমাদের শক্তিশালী ও মাথা উঁচু করে থাকতে হবে। ফুটবলে এমন হয়েই থাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন