কোহালিকে ফের খোঁচা জনসনের

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। স্টিভ স্মিথও ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর আচরণের জন্য। কিন্তু তবু বিরাট কোহালিকে এখনও আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এ বার ভারত অধিনায়ককে বাউন্সার দিলেন মিচেল জনসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০৪:১০
Share:

ছবি: সংগৃহীত।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। স্টিভ স্মিথও ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর আচরণের জন্য। কিন্তু তবু বিরাট কোহালিকে এখনও আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এ বার ভারত অধিনায়ককে বাউন্সার দিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ফাস্ট বোলার ধর্মশালা টেস্ট শুরু হওয়ার আগেও তোপ দেগেছিলেন। মঙ্গলবার টুইট করলেন, ‘‘রাহানেকেই ভারতের অধিনায়ক রেখে দেওয়া উচিত। জানি, খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হল। কিন্তু আমি বলব, মাঠের লড়াইটা মাঠেই থাকা উচিত।’’

Advertisement

রাহানের প্রশংসা শোনা গিয়েছে অস্ট্রেলীয় অধিনায়কের মুখেও। শুধু তাই নয়, স্মিথ তো রীতিমতো বিয়ার খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন রাহানেকে। অস্ট্রেলীয় মিডিয়ায় তিনি বলেছেন, ‘‘অজিঙ্ক রাহানের কাছে জানতে চাইলাম সিরিজের পরে আমরা একসঙ্গে বিয়ার খেতে পারি কি না। অজিঙ্ক বলল পরে জানাচ্ছে। আরও বলেছি, পরের সপ্তাহেই তোমার সঙ্গে দেখা হচ্ছে। একই আইপিএল দলে রয়েছি আমরা, তাই।’’ রাহানের প্রশংসা করে স্মিথ আরও বলেন, ‘‘রাহানের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক। আমি তো ওকে মনে করিয়ে দিলাম, এ বার আমরা একসঙ্গে খেলছি।’’

তবে রবীন্দ্র জাডেজা-ম্যাথু ওয়েড ভিডিও কেন ভারতীয় বোর্ড আপলোড করল, তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্মিথ। বলেন, ‘‘ম্যাটি (ম্যাথু ওয়েড) এবং জাডেজার মধ্যে মাঠে হওয়া ঝামেলার ভিডিও আপলোড করেছে ভারতীয় বোর্ড। এই সিরিজে এ রকম ঘটনা দু’টিমের মধ্যে একাধিকবার হয়েছে। কিন্তু সে ক্ষেত্রে কেবল আমাদের দিকেই আঙুল তোলা হলে হতাশা জাগবেই। মাঠের ঘটনা মাঠেই রেখে আসা উচিত।’’

Advertisement

আইপিএলেও বেশ কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটার থাকবেন। মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন মিচেল জনসন। জনসনের কটাক্ষের জবাব বিরাট মাঠেই দেন কি না এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন