কান্না থেকে শপথ

সোমবার আইসিসি যে বিশ্ব একাদশ বেছেছে, তার অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিতালি। ভারত অধিনায়ক মনে করেন, তাঁর এই দলের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ০৫:১৪
Share:

হরমনপ্রীত।—ফাইল চিত্র

লর্ডসে ইতিহাসের থেকে মাত্র ৯ রান দূরে থেমে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতের মেয়েরা। ড্রেসিংরুমে ফিরে চোখের জল আটকাতে পারেননি মিতালি রাজ থেকে হরমনপ্রীত কৌর। বিশ্বকাপ ফাইনালের পরের দিন হরমনপ্রীত বলেছেন, ‘‘ম্যাচের পরে ড্রেসিংরুমে ফিরে আমরা সবাই কেঁদে ফেলেছিলাম। এমনকী আমাদের সাপোর্ট স্টাফ যাঁরা ছিলেন, তাঁরাও কাঁদছিলেন। আমরা সবাই কিছু না কিছু বলি। তার পরে ঠিক করা হয়, হোটেলে ফিরে আর কান্নাকাটি করা চলবে না।’’

Advertisement

সেই মতো হোটেলে ফিরে ভারতীয় ক্রিকেটারেরা একসঙ্গে সবাই ডিনার সারেন। হরমনপ্রীত বলছিলেন, ‘‘আমার টিমকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমরা এই মুহূর্তে সেরা ক্রিকেট খেলছি। আমার জীবনের সেরা মুহূর্তও এটা। আমরা অনেক হেরেছি, এ বার শুধু জিততে চাই। জিততে হবে আমাদের।’’

ফাইনালে ভারতকে যিনি লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন তিন উইকেট নিয়ে, সেই ঝুলন গোস্বামী মনে করেন, এখান থেকে দল হিসেবে তাঁরা আরও উন্নতি করতে পারেন। ঝুলন বলেছেন, ‘‘প্রথম দিন থেকে কেউ ধরেনি আমরা ফাইনালে খেলব। প্রথম ম্যাচ জেতার পরে আমরা নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস করতে শুরু করি।’’ ঝুলন আরও বলেন, ‘‘অনেক ম্যাচে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্স খুব ভাল হয়েছে। কিন্তু আমার মনে হয়, গ্রুপ হিসেবে আমাদের আরও ভাল করার জায়গা আছে।’’

Advertisement

সোমবার আইসিসি যে বিশ্ব একাদশ বেছেছে, তার অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিতালি। ভারত অধিনায়ক মনে করেন, তাঁর এই দলের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। মিতালির কথায়, ‘‘আমাদের এই মেয়েরা ভারতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঞ্চ তৈরি করে দিল। এই দলটাও আরও অনেক দূর যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন