Mithali Raj

নতুন পালক মিতালির মুকুটে

নতুন এই বিশ্ব রেকর্ড তৈরি করার পরই শুভেচ্ছার জোয়াড়ে ভেসে চলেছেন মিতালি। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি সকলেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন মিতালিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ২০:১৬
Share:

ভারত অধিনায়ক মিতালি রাজ। ছবি: রয়টার্স।

মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করলেন ভারত অধিনায়ক মিতালি রাজ। মহিলা ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০০ রানের গণ্ডি টপকালেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে এই অনন্য কৃতিত্ব স্থাপন করেন ভারত অধিনায়ক।

Advertisement

এই রেকর্ডের সঙ্গেই মিতালি ভেঙে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার শার্লট এডওয়ার্ডসের রেকর্ড। এত দিন পর্যন্ত মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারি ছিলেন এডওয়ার্ডসই। কেরিয়ারে ১৯১ ম্যাচ খেলে এই ব্রিটিশ অলরাইন্ডারের সংগ্রহ ছিল ৫৯৯২ রান।

আরও পড়ুন:ভারতীয় দলের বোলিং কোচ জাহিরকে শুভেচ্ছা তাঁর সতীর্থদের

Advertisement

নতুন এই বিশ্ব রেকর্ড তৈরি করার পরই শুভেচ্ছার জোয়াড়ে ভেসে চলেছেন মিতালি। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি সকলেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন মিতালিকে।

_! ' ! (_)

(_)

_ ' ! 👌👏

গত সপ্তাহেই আরও একটি রেকর্ড গড়েছিলেন মিতালি। ইংল্যান্ডের বিরুদ্ধে গত শনিবার অর্ধশতরান করে টানা সাতটি ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড গড়েছিলেন তিনি। শুধু টানা অর্ধশতরানের রেকর্ডই নয়, সর্বোচ্চ অর্ধশতরানের(৪৮) রেকর্ডও এই ভারতীয়ের দখলে।

মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মিতালির। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন তিনি। নিজের অভিষেকেও গড়েছিলেন অনন্য এক রেকর্ড। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে করেছিলেন শতরান(১১৪)।

একটা সময় মিতালিকে মহিলা ভারতীয় দলের সচিন তেন্ডুলকর বলেও ডাকা হত। এখন দেখার, রেকর্ড ভাঙা-গড়ার খেলায় সিদ্ধহস্ত ভারত অধিনায়ক, চলতি বিশ্বকাপ জিতে আরও একটি রেকর্ড গড়তে পারেন কি না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন